কলকাতা: বছরের প্রথম দিনেই ফের দুঃসংবাদ টলিপাড়ায়। জিৎ গঙ্গোপাধ্যায়ের (Jeet Ganguli) পর এবার করোনা আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের কোভিড পজিটিভ হওয়ার খবর জানালেন পরিচালক।
সদ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন তিনি করোনা পজিটিভ। ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁদের করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
অন্যদিকে কিছুক্ষণ আগেই ট্যুইটারে একটি পোস্ট করেছেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, 'আমার কোভিড পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। এখন পর্যন্ত আমার মৃদু উপসর্গ রয়েছে। তবে শারীরিকভাবে আমি সুস্থবোধই করছি। বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আমি সবরকম কোভিডবিধি মেনে চলছি। সম্প্রতি যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন তাঁরা দয়া করে কোভিড পরীক্ষা করিয়ে নিন। '
বছরের শুরুতেই দুঃসংবাদ শুনল টলিউড। তবে কেবল জিৎ গঙ্গোপাধ্যায় নন, সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর মা শতরূপা স্যানাল ও তাঁর দিদি চিত্রাঙ্গদা। সোশ্যাল মিডিয়ায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন শতরূপা নিজেই। এমনকি করোনার জেরে পিছিয়ে গিয়েছে চিত্রাঙ্গদার বিয়েও। বছরের শেষ দিনে মা আর দিদির সঙ্গে দেখা করতে পারেননি নায়িকা ঋতাভরী।
করোনা আক্রান্ত জিৎ গঙ্গোপাধ্যায়, কেমন রয়েছেন সঙ্গীতশিল্পী?
অন্যদিকে, বর্ষবরণের পর দিনই রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ সাড়ে চার হাজারের গণ্ডি পেরিয়ে গেল। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ৪ হাজার ৫১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবারে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণ ছিল ৩ হাজার ৪৫১। অর্থাৎ এক দিনে লাফিয়ে সংক্রমণ বাড়ল ১ হাজার ৬১। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯ জন করোনা রোগীর।