মহারাষ্ট্র:  বিখ্যাত ইউটিউবার সময় রায়নার ইউটিউব শো 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এ এসে রণবীর এলাহাবাদিয়ার এক বিতর্কিত মন্তব্যে ঝড় ওঠে সমাজমাধ্যমে, সারা দেশে। নানা মহল থেকে নিন্দা, সমালোচনা আসা শুরু হয়। রণবীরের এই বক্তব্যকে (Ranveer Allahbadia) ঘিরে এবার সময় রায়নার এই শো-র বিরুদ্ধে মামলা দায়ের করল মহারাষ্ট্র সাইবার সেল। এমনকী এই শো-এর বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। এই শোয়ের (India's Got Latent) প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত জড়িত সমস্ত ব্যক্তির বিরুদ্ধেই নাম করে এই মামলা করা হয়েছে। সংবাদসূত্রে জানা গিয়েছে, এই শোয়ের (Samay Raina) ভিডিয়ো কনটেন্ট দেখার এবং পর্যালোচনা করার পরে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় তথ্য প্রযুক্তি আইনের ৬৭ নং ধারা অনুসারে এবং সংশ্লিষ্ট ভারতীয় দণ্ডবিধি অনুসারে এই মামলা দায়ের করা হয়েছে।


এএনআই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র সাইবার সেল এই বিষয়ে তদন্ত চালাচ্ছে। এই শোয়ের সঙ্গে জড়িত প্রত্যেককে নোটিশ পাঠানো হবে একে একে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সকলকেই এসে বয়ান রেকর্ড করে যেতে হবে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে। এই শোয়ে আরেক জনপ্রিয় ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার একটি বক্তব্যের ক্লিপিং ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে আর সেই বক্তব্যকে ঘিরেই শোরগোল, রোষের মুখে এই শো, ইউটিউবারদ্বয়। একের পর এক অভিযোগ জমা পড়ছে এই শোয়ের বিরুদ্ধে। এমনকী এই শোয়ের প্রযোজক বলরাজ ঘাইয়ের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে মহারাষ্ট্রে।



মহারাষ্ট্র সাইবার পুলিশ ইউটিউবকে চিঠি লিখে এই শোয়ের সমস্ত পর্বের ভিডিয়ো মুছে দেওয়ার নির্দেশ দিয়েছে। ইউটিউব থেকে ইতিমধ্যেই সেই বিতর্কিত অংশটি বাদ দেওয়া হয়েছে। এর আগে কেন্দ্র এই বিষয়ে নির্দেশিকা জারি করেছিল।


জনরোষের মুখে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রণবীর এলাহাবাদিয়া। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, 'তাঁর বিচার-বিবেচনায় ভুল হয়েছিল। সেটা মোটেই ঠিক নয়। তাঁর মন্তব্য সঠিক তো নয়ই, মজাদারও নয়। অনেকে হয়তো ভাবতে পারেন এভাবে নিজের প্ল্যাটফর্ম ব্যবহার করতে চান তিনি। কিন্তু তিনি একেবারেই তা চান না। তাঁর পডকাস্ট সমস্ত বয়সের মানুষ দেখেন। তাঁর অন্তত নিজের দায়িত্ব এত হাল্কাভাবে নেওয়া উচিৎ হয়নি। যা হয়েছে তার জন্য কোনও যুক্তি দিতে চান না রণবীর। শুধুই ক্ষমাই চান সকলের থেকে।'


আরও পড়ুন: Ranveer Allahbadia : রণবীরের বিরুদ্ধে মুখ খুলছেন একের পর এক রাজনীতিক! ডেকে পাঠাতে পারে মন্ত্রক