মহারাষ্ট্রের মৃত কৃষকদের স্ত্রীরা দাঁড়ালেন নানা পাটেকরের পাশে, পোড়ালেন তনুশ্রীর কুশপুতুল
ABP Ananda, Web Desk | 07 Oct 2018 01:54 PM (IST)
মুম্বই: বলিউড প্রকাশ্যে কিছু বলা নিয়ে দ্বিধাগ্রস্ত। কিন্তু অপ্রত্যাশিত মহল থেকে সমর্থন পেলেন নানা পাটেকর। মহারাষ্ট্রের মৃত কৃষকদের স্ত্রীরা এসে দাঁড়ালেন তাঁর পাশে। নানার সমর্থনে বিদর্ভ ফার্ম উইডোজ অ্যাসোসিয়েশন স্থানীয় গ্রামে বিক্ষোভ প্রদর্শন করেছে, পুড়িয়েছে তনুশ্রী দত্তের তুশপুতুল। ওই বিধবা মহিলাদের বক্তব্য, তাঁদের ভাই নানা পাটেকরকে অকারণে কাঠগড়ায় তোলা হচ্ছে, অবমাননা করা হচ্ছে তাঁর। এখনই এ সব বন্ধ হোক। তাঁরা বলেন, নানা পিতৃতুল্য মানুষ, কৃষি সংক্রান্ত সমস্যায় যে সব কৃষকরা আত্মহত্যা করেছেন, তাঁদের স্ত্রীদের সাহায্য করেন তিনি। তনুশ্রীর কুশপুতুলও পোড়ান তাঁরা। তনুশ্রী দত্ত অভিযোগ করেছেন, ২০০৮-এ হর্ন ওকে প্লিজ ছবির সেটে নানা তাঁর যৌন নিগ্রহের চেষ্টা করেন। সফল না হতে পারায় এমএনএস দলের গুণ্ডাদের ডেকে চূড়ান্ত হেনস্থা করেন তাঁকে।