কিন্তু ওই টেস্টে এমন একটা ঘটনা ঘটেছিল, যা জাডেজাকে প্রায় বিপাকে ফেলে দিতে বলেছিল। পুরো ঘটনাটা এক নজরে খুবই মজাদার। কিন্তু তা অধিনায়ক বিরাট কোহলি সহ ভারতীয় সমর্থকদের এক লহমার জন্য উদ্বেগের মুখে ফেলে দিয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ১২ তম ওভারে ওই ঘটনা ঘটে। ৩ উইকেট হারিয়ে তখন এমনিতেই বিপাকে ওয়েস্ট ইন্ডিজ। এরইমধ্যে আর অশ্বিনের একটি বল ব্যাটসম্যান শিমরোন হেটমেয়ের মিড অনে ড্রাইভ করেন। নন-স্ট্রাইকার সুনীল অ্যাম্বরিশ রান নিতে দৌড়ন। কিন্তু হেটমেয়ের ক্রিজেই দাঁড়িয়ে ছিলেন। পরে মত বদল করেন তিনি। ফলে দুই ব্যাটসম্যান মাঝ পিচে চলে আসেন।
এরইমধ্যে জাডেজা বল ফিল্ডিং করেন। কিন্তু বল ছুঁড়ে বোলারের হাতে দেওয়ার পরিবর্তে দুলকি চালে নন-স্ট্রাইকিং প্রান্তের দিকে এগিয়ে আসতে থাকেন। এরইমধ্যে হেটেমেয়ের দৌড়ে ক্রিজে পৌঁছনোর চেষ্টা করেন। জাডেজা কোনওক্রমে বলটি ছুঁড়ে স্ট্যাম্প ভাঙেন। বল কোনওরকমে মিস করলে সহজ একটা রান আউটের সুযোগ নষ্ট হত।
ম্যাচের পর জাডেজা জানিয়েছেন, তিনি কেন বল বোলারের হাতে ছুঁড়ে দেননি। তিনি বলেছেন, দুই ব্যাটসম্যানই একপ্রান্তে ছিলেন। তাই ভাবছিলাম, সহজেই স্ট্যাম্প ভেঙে দিতে পারব। তাই হেঁটে হেঁটেই স্ট্যাম্পের দিকে আসছিলাম। আমি ভাবতেই পারিনি হেটেমেয়ের আবার দৌড় শুরু করবেন। স্ট্যাম্পে না লাগলে কী হবে, তা তখন ভাবিনি। তবে আমি বলটা ছোঁড়ার পর সৌভাগ্যক্রমে তা স্ট্যাম্পে লাগে।
ওই ঘটনা বোলার ও অধিনায়ককেও হতবাক করে দিয়েছিল।