নয়াদিল্লি: গোটা দেশজুড়ে ১৮ ফেব্রুয়ারি অর্থাৎ আজ পালিত হচ্ছে মহা শিবরাত্রি (Maha Shivratri)। মহাদেব (Mahadev) ও পার্বতীর (Parvati) পুজোয় ভক্তরা। একাধিক মন্দিরে ভক্তদের ঢল। শিবের মাথায় জল, দুধ, বেলপাতা, ফুল ঢালতে হাজির পুণ্যার্থীরা। বলিউড (Bollywood) থেকে টেলিভিশন (Television), সকল তারকাই অনুরাগীদের এই পবিত্র দিনে জানালেন শিবরাত্রির শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়া (Social Media) ভরল ছবিতে। 


তারকাদের শিবরাত্রি


ট্যুইটারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত (Kangana Ranaut) একটি ছবি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে শিবলিঙ্গের আরাধনায় মগ্ন তিনি। ক্যাপশনে লিখলেন, 'মহা শিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা'। 


 






অন্যদিকে ট্যুইটারে অনুরাগীদের শুভেচ্ছা জানালেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুও (Mahesh Babu)। লিখলেন, 'সকলকে জানাই মহা শিবরাত্রির শুভেচ্ছা। আলো যেন সর্বদা আপনাদের পথ দেখায়।' কমেন্টে অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন পাল্টা। মহেশের জামাইবাবু সুধীর বাবুও শুভেচ্ছা জানিয়েছেন ট্যুইটারে। পরিচালক শ্রীনু বৈতলাও ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সকলকে শুভ মহা শিবরাত্রি। পরমেশ্বর যেন আমাদের চিরকাল আনন্দ ও সমৃদ্ধি দেন।'


 






বলিউড তারকা অজয় দেবগণ (Ajay Devgn) একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বেনারসের বেশ কিছু ছবি পোস্ট করে লেখেন, 'কখনও কখনও একজন পরিচালক জন্য অপেক্ষা করেন, সেই একটা অবাস্তব, মন্ত্রমুগ্ধ ফ্রেমের জন্য... হঠাৎ সেটা একদিন হয়ে যায়। সেদিন আমি বেনারসে মহা আরতির দৃশ্যের শ্যুটিং করছিলাম। আমি এক অপ্রতিরোধ্য জাদু অনুভব করি যা শুধুমাত্র অনুভব করা যায় এবং খুব কমই ভাষায় প্রকাশ করা যায়। স্থানটির আধ্যাত্মিক শক্তি এবং মানুষের বিদ্যুতায়িত আভা সব এক ফ্রেমে একত্রিত হয়েছিল! চারিদিকে ভিড় যেমনই 'হর হর মহাদেব' বলে উঠছিল আমি এক ঐশ্বরিক শক্তি অনুভব করছিলাম আমার চারপাশে যা আমাকে ক্রমশ জড়িয়ে ধরছিল। আজ মহা শিবরাত্রির পবিত্র দিনে আমি আমার সিনেমা 'ভোলা'র বেশ কিছু ছবি ভাগ করে নিলাম। জাদুর অনুসন্ধান করলেই সেটা দেখতে পাবেন... হর হর মহাদেব!'


 






অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানান বলিউড অভিনেতা সানি দেওলও (Sunny Deol)। শুভেচ্ছা জানান সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)।


 






আরও পড়ুন: Mahashivratri: আজ মহা শিবরাত্রি, শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তের ভিড়






ভক্তিতেই শক্তি। যুগযুগ ধরে শ্রুতিতে, বিশ্বাসে স্মরণীয় এই কথা। দেশের বিখ্যাত সব শৈবতীর্থে, শিবালয়ে শিবরাত্রির দিনে উপচে পড়ছে ভিড়। আকাশ-বাতাস মুখরিত হয় ডম্বরু নিনাদে। রীতি-রেওয়াজ মেনে, উপবাস করে ভোলে বাবার কৃপাপ্রার্থনায় মগ্ন হন ভক্তরা।