সন্দীপ সরকার, কলকাতা: শনিবার সকাল থেকে কলকাতার আকাশের মুখ ভার। বাংলা শিবিরেও যেন তার প্রতিফলন। রঞ্জি ট্রফির (Ranji Trophy) ফাইনালে মনোজ তিওয়ারিদের (Manoj Tiwary) ক্রমশ ঘিরে ধরছে আঁধার। ট্রফি থেকে আরও দূরে সরছে বাংলা।


ইডেন গার্ডেন্সের ফাইনালে বাংলার বিরুদ্ধে প্রথম ইনিংসে ২৩০ রানের বিরাট লিড নিল সৌরাষ্ট্র। জয়দেব উনাদকটদের প্রথম ইনিংস শেষ হল ৪০৪ রানে (Bengal vs Saurashtra)। বাংলার প্রথম ইনিংস যেখানে ৫৪.১ ওভারে শেষ হয়ে গিয়েছিল, সেখানে সৌরাষ্ট্র ১১০ ওভার ব্যাট করল। শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ছিল ৩১৭/৫। শনিবার প্রথম সেশনে দেড় ঘণ্টারও বেশি সময় ব্যাট করে আরও ৮৭ রান যোগ করল সৌরাষ্ট্র। ২৩ ওভারে।


ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ইডেন ছেড়ে বেরনোর সময় বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল বলে গিয়েছিলেন, এখনই বাংলাকে মুছে ফেলবেন না। এখানও তিনদিনের খেলা বাকি রয়েছে। এখান থেকেও ম্যাচের রং পাল্টে যাওয়া সম্ভব। তাঁদের প্রথম লক্ষ্য সৌরাষ্ট্রের প্রথম ইনিংসে বাকি পাঁচ উইকেট দ্রুত তুলে নেওয়া।


শনিবার দিনের শুরুটা বাংলার বোলাররা খারাপ করেননি। দিনের প্রথম ওভার বল করতে এসেছিলেন মুকেশ কুমার। এবং সেই ওভারের পঞ্চম বলেই সৌরাষ্ট্রকে ধাক্কা দেন তিনি। ফিরিয়ে দেন সৌরাষ্ট্রের সেরা ব্যাটার অর্পিত বাসবডাকে। যিনি দু'বছর আগেও রঞ্জি ট্রফির ফাইনালে বাংলার বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। এবং এই ম্যাচেও ৮১ রান করে অপরাজিত ছিলেন। শনিবার সকালে অবশ্য আগের দিনের স্কোরেই ফিরে যান অর্পিত। স্কোরবোর্ডে তখন আগের দিনের রানের সঙ্গে মাত্র এক রান যোগ হয়েছিল। বাংলার ক্রিকেটপ্রেমীরা আশা করেছিলেন, অলৌকিক কিছু সম্ভব।


কিন্তু অন্যরকম ভেবেছিলেন সৌরাষ্ট্রের টেলএন্ডাররা। প্রেরক মাঁকড় ৩৩, ধর্মেন্দ্র সিংহ জাডেজা ২৯ রান করেন। ১৪ রানে অপরাজিত ছিলেন পার্থ ভুট। চিরাগ জানি ৬০ রান করে ফেরেন। শনিবার বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ও আকাশ দীপ দুটি করে উইকেট নেন। একটি উইকেট নেন ঈশান পোড়েল। সব মিলিয়ে ৪ উইকেট মুকেশের। তিনটি করে উইকেট আকাশ ও ঈশানের।



বাংলার ফিল্ডাররা হতশ্রী ফিল্ডিং করেছেন। একটি করে ক্যাচ ফেলেছেন সুমন্ত গুপ্ত ও অভিমন্যু ঈশ্বরণ। ঈশান পোড়েল, আকাশ ঘটকরা এমন বল গলিয়েছেন যে, অধিনায়ক মনোজ তিওয়ারি তাঁদের কোথায় রাখবেন বুঝে উঠতে পারছিলেন না।


এবার অগ্নিপরীক্ষা বাংলার ব্যাটিংয়ের। ২৩০ রানের খামতি দূর করে লড়াই করার মতো রানের পুঁজি বোলারদের হাতে তুলে দিতে পারবেন কি তাঁরা?


আরও পড়ুন: অজি শিবিরে ফের ধাক্কা, দ্বিতীয় টেস্টের মাঝেই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওয়ার্নার, পরিবর্ত কে ?