কলকাতা: বর্তমানে বক্সঅফিসে দাপট চালাচ্ছে নতুন এই অ্যানিমেটেড সিনেমা। 'মহাবতার নরসিংহ' (Mahavatar Narsimha) সিনেমাটি সিনেমা তৈরির খরচের কয়েক গুণ বেশি টাকা আয় করে ফেলেছেন ইতিমধ্যেই। ২০০৫ সালে মুক্তি পেয়েছিল 'হনুমান' সিনেমাটি। সেই সময়ে সবচেয়ে বেশি ব্যবসা করেছিল এই অ্যানিমেটেড সিনেমাটি। তবে সেই রেকর্ডকে ইতিমধ্যেই ভেঙে দিয়েছে 'মহাবতার নরসিংহ'। এবার এই সিনেমার টার্গেট হতে যাচ্ছে কোন সিনেমা? এরপরে কোন রেকর্ডকে টপকানোর পথে এই ছবি? এবার সিনেমাটি ভারতে মুক্তিপ্রাপ্ত এখন পর্যন্ত সবচেয়ে বেশি আয় করা দুটি অ্যানিমেটেড সিনেমার মধ্যে একটির লাইফটাইম কালেকশনের রেকর্ডও ভেঙে দিয়েছে 'মহাবতার নরসিংহ'।
'মহাবতার নরসিংহ' '-এর বক্স অফিস কালেকশন
স্যাকনিল্কের মতে, হোম্বেল ফিল্মসের 'মহাবতার' ইউনিভার্সের প্রথম সিনেমা ' 'মহাবতার নরসিংহ' ' প্রথম সপ্তাহে ৪৪.৭৫ কোটি টাকার ব্যবসা করেছে। দ্বিতীয় সপ্তাহে- অবশ্য 'সাঁইয়ারা' এবং 'সন অফ সর্দার ২'- 'ধড়ক ২'-এর মতো সিনেমাগুলির সঙ্গে পাল্লা দিয়েও এই সিনেমাটি অসাধারণ কালেকশন করেছে। দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির কালেকশন ৭৩.৪ কোটি হয়েছে। অন্যদিকে, ১৫তম দিনে এটি ৭.৫ কোটি এবং ১৬তম দিনে সকাল ১০:১৫টা পর্যন্ত ১৯.৫০ কোটি আয় করে মোট ১৪৫.১৫ কোটি টাকা আয় করেছে।
'মহাবতার নরসিংহ' ইতিমধ্যেই 'মুফাসা দ্য লায়ন কিং'-এর রেকর্ড ভেঙেছে
- গত বছর মুক্তিপ্রাপ্ত হলিউডের সিনেমা 'মুফাসা দ্য লায়ন কিং' ভারতে ১৩৭.৮৫ কোটি আয় করে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা অ্যানিমেটেড সিনেমার রেকর্ড গড়েছিল।
- এই সিনেমাটি এই রেকর্ড লাইফটাইমে তৈরি করেছিল, যেখানে 'মহাবতার নরসিংহ' মাত্র ১৬ দিনে এটি ভেঙে দিয়েছে।
'মহাবতার নরসিমা'-এর পরবর্তী টার্গেট 'দ্য লায়ন কিং'
হলিউডের ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'দ্য লায়ন কিং' এখন ''মহাবতার নরসিংহ' -এর পরবর্তী টার্গেট। এটি ১৫৮.৪০ কোটি টাকা আয় করেছে। যদি এই সিনেমাটি এটিকে ছাড়িয়ে যায়, তাহলে ভারতে মুক্তিপ্রাপ্ত যেকোনো দেশি-বিদেশি অ্যানিমেটেড সিনেমার চেয়ে বেশি আয় করা সিনেমা হবে 'মহাবতার নরসিংহ' । সিনেমাটির কালেকশনে দেখে অনেকেই বলছেন, যে কোনো ভাবে এই সিনেমা পেরিয়ে যাবে ।
'মহাবতার নরসিমা'-এর বাজেট এবং বিশ্বব্যাপী আয়
কইমই-এর মতে, এই সিনেমাটি মাত্র ১৫ কোটি বাজেটে তৈরি করা হয়েছে। স্যাকনিল্কের মতে, সিনেমাটি ১৫ দিনে বিশ্বব্যাপী ১৫৬ কোটি টাকার ব্যবসা করেছে।