কলকাতা: এই সিনেমা নিয়ে ইতিমধ্যেই ভীষণ চর্চা শুরু হয়েছে। অ্যানিমেটেড এই সিনেমা রেকর্ড ব্যবসা করেছে ইতিমধ্যেই। 'মহাবতার নরসিংহ' (Mahavatar Narsimha)। মুক্তির মাত্র ১০ দিনে ৯০ কোটিরও বেশি আয় করেছে এই সিনেমা। অনেকেই প্রেক্ষাগৃহের টিকিট কাটছেন এই সিনেমাটি দেখার জন্য। তবে অনেকে আবার অপেক্ষা করছেন, এই সিনেমাটি কবে ওটিটিতে আসবে, সেই জন্য। এখন বেশিরভাগ সিনেমাই ওটিটি প্ল্যাটফর্মে চলে আসে। সেই কারণে অনেকেই অপেক্ষা করেন সিনেমাটি ঘরে বসেই উপভোগ করবেন বলে। জেনে নেওয়া যাক, কবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিনেমা।
ওটিটিতে আসছে 'মহাবতার নরসিংহ'
সিনেমার পর্দায় মুক্তি পাওয়ার কিছুদিন পরে, ওটিটিতে মুক্তি পাবে এই সিনেমা। এ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হলেও, বাণিজ্য বিশ্লেষক রোহিত জয়সওয়াল জানিয়েছেন কবে ওটিটিতে মুক্তি পাবে 'মহাবতার নরসিংহ'। তিনি জানিয়েছেন, পঞ্চাশ শতাংশ সম্ভাবনা রয়েছে সিনেমাটির হিন্দি সংস্করণ জিও হটস্টারে মুক্তি পাওয়ার। অন্যদিকে, আঞ্চলিক ভাষা যেমন তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষার সিনেমাগুলি অন্য প্ল্যাটফর্মে মুক্তি পাবে। জানিয়ে দিই, সিনেমাটি Hombale Films প্রযোজনা করেছে। Hombale Films-এর সিনেমাগুলির হিন্দি সংস্করণগুলি আগে জিও হটস্টারে মুক্তি পেয়েছিল। 'সালার' এবং 'রাজকুমারা'-র হিন্দি সংস্করণ জিও হটস্টারে দেখা যেতে পারে। এই কারণে ধারণা করা হচ্ছে, মহা অবতার নরসিমা-র হিন্দি সংস্করণও জিও হটস্টারে আসবে। অন্যদিকে খবর রয়েছে, সিনেমাটি সেপ্টেম্বরে ওটিটিতে মুক্তি পেতে পারে। সাধারণত, প্রেক্ষাগৃহে মুক্তির ৮ সপ্তাহ পর যেকোনো সিনেমা ওটিটিতে মুক্তি পায়।
'মহাবতার নরসিংহ' -র বক্স অফিস কালেকশন
মহা অবতার নরসিমা-র বক্স অফিস কালেকশনের কথা বললে, সিনেমাটি প্রথম দিনে ১.৭৫ কোটি টাকা আয় করেছে। কিন্তু ধীরে ধীরে সিনেমার আয় বেড়েছে। সিনেমাটি মাউথ পাবলিসিটির সুবিধা পেয়েছে। সিনেমাটি দ্বিতীয় দিনে ৪.৬ কোটি, তৃতীয় দিনে ৯.৫ কোটি, চতুর্থ দিনে ৬ কোটি, পঞ্চম দিনে ৭.৭ কোটি, ষষ্ঠ দিনে ৭.৭ কোটি, সপ্তম দিনে ৭.৫ কোটি, অষ্টম দিনে ৭.৭ কোটি, নবম দিনে ১৫ কোটি টাকা আয় করেছে। দশম দিনে সিনেমাটি ২৩ কোটি টাকা আয় করেছে বলে খবর পাওয়া গিয়েছে।
অশ্বিন কুমার পরিচালিত, 'হনুমান' (2005)-এর পরে এটি একটি অ্যানিমেটেড চলচ্চিত্র যা হিন্দিভাষী দর্শকদের মধ্যে গভীরভাবে প্রভাব বিস্তার করেছে । ভগবান বিষ্ণুর নৃসিংহ অবতার নিয়ে যে পৌরাণিক আখ্যান রয়েছে, তাই এই সিনেমায় দেখানো হয়েছে । সিনেমাটি পুরো পরিবারের সঙ্গে বসে দেখার মতো । আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সিনেমাটি তরুণ প্রজন্মের মধ্যে সাড়া ফেলেছে । সেই কারণেই আরও হলমুখী হচ্ছেন দর্শকেরা ।