চেন্নাই: গতকালই বলিউডে কেন ছবি করেন না, সে সংক্রান্ত বিতর্কিত মন্তব্য করেন দক্ষিণী ছবির তারকা মহেশ বাবু (Mahesh Babu)। তাঁর বলা 'আমাকে নিয়ে ছবি তৈরি করার সামর্থ্য নেই বলিউডের' কথাতে দেখা দেয় বিতর্ক। অভিনেতার এই বক্তব্যের প্রতিবাদ জানান তাঁর বহু অনুরাগী। কেন তিনি এমন কথা বলেন, তাঁর বক্তব্যের মানে বোঝানোর চেষ্টা করলেন অভিনেতা।


বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মহেশ বাবু-


গতকালের পর আজ এক সাক্ষাৎকারে মহেশ বাবু বলেন, ''আমি সবসময়ই তেলুগু ছবি করতে চেয়েছিলাম। আমি সবসময় চেয়েছি সারাদেশে যেন তেলুগু ছবি খুব ভালো ব্যবসা করে। আর বর্তমানে সেটা বাস্তবায়িতও হয়েছে। আমি বিশ্বাস করি, কেন নিজের ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোথাও কাজ করতে যাব। আমি অত্যন্ত খুশি যে উত্তর ভারতেও আমাদের ছবি উল্লেখযোগ্য ব্যবসা করছে। আমাদের স্বপ্ন ছিল তেলুগু ছবি সারাদেশে ভালো ব্যবসা করবে। আমাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে।''


কী বলেছিলেন মহেশ বাবু-


তাঁর অভিনীত বা প্রযোজিত ছবি হিন্দিতে ডাব (hindi dub) করার বদলে তিনি নিজে হিন্দি ছবিতে কেন অভিনয় করছেন না। প্রশ্নের উত্তরে মহেশ বাবু বলেন, 'আমি সবসময়েই তেলুগু ছবিতে অভিনয় করতে চেয়েছি এবং চেয়েছি গোটা ভারতের মানুষ তাই দেখবেন। এখন যখন সেটা হচ্ছে আমি খুব খুশি। আমার সবসময়ে এই মত যে আমার শক্তি হচ্ছে তেলুগু ছবি এবং আমি যে অনুভূতিটা বুঝি সেটা তেলুগু ছবির।'


আরও পড়ুন - Mannat: শাহরুখ খানের বাড়ি মন্নতের পাশের বহুতলে ভয়াবহ আগুন


তিনি একইসঙ্গে আরও বলেন, 'আমার কথায় ঔদ্ধত্য মনে হতে পারে, আমি হিন্দি ছবির প্রচুর অফার পাই। কিন্তু আমার মনে হয় আমাকে নিয়ে ছবি বানানোর সামর্থ্য নেই বলিউডের। আমি আমার সময় নষ্ট করতে চাই না। তেলুগু সিনেমায় যে স্টারডম ও ভালবাসা আমি পাই, আমি কখনও অন্য কোনও ইন্ডাস্ট্রিতে যাওয়ার কথা ভাবিইনি। আমি সবসময়ে ভেবেছি যে আমি এখানে ছবি করব এবং তা বড় হবে এং আমার বিশ্বাস এখন ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। এর থেকে বেশি আনন্দের কিছুই নেই।'