আলিয়ার জন্মদিনে মেয়ের সঙ্গে বাবার রসায়ন নিয়ে অনেক গোপন কথা বললেন মহেশ ভট্ট!

Continues below advertisement
মুম্বই:  আজ অভিনেত্রী আলিয়া ভট্টের ২৫ বছরের জন্মদিন। মেয়ের জন্মদিনে আবেগবিহ্বল বাবা চলচ্চিত্র পরিচালক মহেশ ভট্ট মুখ খুললেন বাবা-মেয়ের রসায়ন নিয়ে। নিজের ছোট মেয়ে সম্পর্কে বলতে গিয়ে পাঁচজন সাধারণ বাবার মতোই গর্বে বুক ফুলে ওঠে মহেশ ভট্টের। পরিচালকের চোখে-মুখে এক আনন্দের ঝলকানি দেখা যায়। মেয়ের এই কেরিয়ার চয়েস, জীবন সম্পর্কে আদর্শ, এতদিনের কৃতিত্ব, এত অল্প বয়সে পরিণত ভাবনাচিন্তা দিয়ে সবরকমের পরিস্থিতিতে মানিয়ে চলার ক্ষমতা দেখে, বাবা হিসেবে তাজ্জব হয়ে যান মহেশ। ভট্টের কথায় আলিয়া তাঁর জীবনের সেরা প্রাপ্তি। তাঁর মনের আকাশের সেই তারা আলিয়া, যা হাজারো রামধনুর উপস্থিতিতেও কখনও মলিন হয় না। তাঁর মেয়ে আজ ২৫ বছর পূর্ণ করল। জন্মদিনে মেয়ে সম্পর্কে বলতে গিয়ে মহেশ এক গোপন কথা জানালেন সকলকে। আলিয়া তাঁর প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' মুক্তির পর ২০১২ সালে বাবাকে অটোগ্রাফ দিয়ে বলেছিলেন, ধন্যবাদ বাবা, আমাকে এতটুকুও সাহায্য না করার জন্যে.....।মেয়েকে কেরিয়ারে এগিয়ে যেতে, মেয়ের জন্য কারও কাছে সুপারিশ করা বা কোন চরিত্রে অভিনয় করা উচিত, সেই নিয়ে কোনও পরামর্শ, কিছুই দেননি মহেশ। পরিচালকের কথায় 'আলিয়া ইজ অ্যা সেল্ফ মেড পার্সন', আর সেটাই বাবা হিসেবে তাঁর গর্ব। এমনকি তাঁর তিন মেয়ে পূজা, শাহিন এবং আলিয়ার মধ্যে ছোটজনই সবচেয়ে ব্যালেন্সড।
Continues below advertisement
Sponsored Links by Taboola