পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল SIR প্রক্রিয়া। প্রায় দেড় মাস পর, মঙ্গলবার পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে জায়গা পেলেন ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩১ জন। বাদ গেল ৫৮ লক্ষের বেশি ভোটারের নাম। আর ক'মাস পরেই বিধানসভা ভোটের লাইনে দাঁড়াবে রাজ্যবাসী। তার আগে, SIR নিয়ে গত কয়েক মাসে রাজ্য রাজনীতিতে ঝড় বয়ে যাচ্ছে!কার নাম থাকবে! কে বাদ যাবে! কে বৈধ ভোটার! কে অনুপ্রবেশকারী! এসব নিয়ে চাপানউতোরের মধ্যেই অপেক্ষার প্রহর গুনছিল রাজ্যবাসী। এই অবস্থায় মঙ্গলবার, খসড়া ভোটার তালিকা এবং যাদের নাম বাদ পড়ল, সেই তালিকা পৃথকভাবে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের প্রকাশ করা তথ্য অনুযায়ী, খসড়া ভোটার তালিকা থেকে বাদ গেছে ৫৮ লক্ষের বেশি নাম, যার মধ্য়ে মৃত ভোটার ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২। ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬ জন ভোটার অন্য়ত্র স্থানান্তরিত হয়েছেন। ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন ডুপ্লিকেট ভোটারের নাম বাদ গেছে। অন্যান্য কারণে বাদ পড়া নামের সংখ্যা ৫৭ হাজার ৬০৪। সব মিলিয়ে এনুমারেশন পর্বের পর বাদ যাওয়া ভোটারের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯-এ। কার নাম কী কারণে বাদ গেছে, সেটাও তালিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে।  আর এই তালিকা বেরোতেই চাঞ্চল্যকর দাবি করলেন শুভেন্দু অধিকারী। হিসেব কষে বললেন, এখন আর ভোটারের নিরিখে বিজেপি তৃণমূলের আর ফারাক রইল না। তবে কি আগামী বিধানসভায় সত্যিই কাঁটে কা টক্কর? কী বলছেন বিরোধী দলনেতা ?'২০২৪-এর ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির পার্থক্য মাত্র ২১ লক্ষ। আমরা ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। ৫৮ লক্ষ ভোট বাদ যাওয়ার মধ্যে দিয়ে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনও পার্থক্য এই মুহূর্তে নেই। বিপুল সংখ্যক নাম আরও বাদ যাবে এবং সংখ্যাটা আমি আগেও যেটা বলেছিলাম আমি রিপিট করব না আজকে আর, সেই সংখ্যার থেকেও বাড়বে।'  

Continues below advertisement

এদিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেছেন, '২০২১ সালে তৃণমূল কংগ্রেসের যা আসন ছিল, যা প্রাপ্ত ভোটের হার ছিল, একটা হলেও আসন বাড়বে। ভোটের হার বাড়বে। না বাড়লে, বিজেপির নেতারা যা বলবেন, আমি তাই করব' 

 

Continues below advertisement