মাহিরা বলেছেন, ছবির প্রচারে থাকতে না পেরে তাঁর বেশ মন খারাপ। যখন কোনও কিছুর পিছনে এতটা পরিশ্রম দেওয়া হয়েছে, তখন তার ফলটা দেখতে ইচ্ছে করে বইকী।
তাঁর কথায়, নিজের সব ছবিতে একইরকম আন্তরিকতা ও আগ্রহ থাকে তাঁর কিন্তু ‘রইস’ ছিল ভীষণ স্পেশাল।
আর এক পাক অভিনেতা ফাওয়াদ খানের রোল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ ভালরকম কাটছাঁট করা হয়। এ নিয়ে প্রশ্ন করলে মাহিরার দাবি, এ ব্যাপারে তিনি কিছু জানেন না, তবে ‘রইস’-এ তাঁর যেটুকু রোল, তাতে তিনি খুশি।
পাক শিল্পী সংক্রান্ত বিতর্কের জেরে মাহিরার রোল ইতিমধ্যেই কাটছাঁট করা হয়েছে।
২৫ তারিখ মুক্তি পাচ্ছে ‘রইস’।