ওয়াশিংটন: মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডের প্রধান অ্যাডমিরাল হ্যারি বি হ্যারিস ভারত মহাসাগরীয় এলাকায় চিনের ক্রমবর্ধমান প্রভাবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ভারত মহাসাগর এলাকায় চিনের সাবমেরিন ও জাহাজের গতিবিধি সম্পর্কে তথ্য বিনিময় করছে ভারত ও মার্কিন নৌ বাহিনী। চিনের জাহাজ ও সাবমেরিনের গতিবিধির ওপর নজর রাখতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে আমেরিকা। মালাবার মহড়া ভারত মহাসাগরে চিনের গতিবিধির ওপর নজরদারি চালানোর ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে সহায়ক হয়েছে। ভারতের একটি সংবাদমাধ্যমকে অ্যাডমিরাল হ্যারিস বলেছেন, এই অঞ্চলে চিনের প্রভাব বিস্তার নিয়ে ভারতেরও সতর্ক থাকা উচিত। কারণ, ভারত মহাসাগরে চিনের প্রভাব বৃদ্ধির অর্থ হল ভারতের প্রভাব না থাকা।
মার্কিন প্রশান্ত মহাসাগরীয় কম্যান্ডের আওতাধীন নয় পাকিস্তান। এ সত্ত্বেও অ্যাডমিরাল হ্যারিস বলেছেন, চিন ও পাকিস্তানের সম্পর্কও উদ্বেগের বিষয়। ভারতের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার সময় তাঁরাও বিষয়টি নিয়ে একই রকমভাবে চিন্তার কথা জানিয়েছেন। অ্যাডমিরাল হ্যারিস বলেছেন, চিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও চিন্তার কারণ রয়েছে। চিন সম্পর্কে ভারতের দৃষ্টিভঙ্গি সঠিক এবং চিন সম্পর্কে আমেরিকার অভিমতও একই।
এ প্রসঙ্গে অ্যাডমিরাল হ্যারিস গত বছর ভারত ও আমেরিকার সামরিক সাজসরঞ্জাম সংক্রান্ত চু্ক্তির প্রসঙ্গ উল্লেখ করে আরও দুটি বকেয়া মৌলিক চুক্তি স্বাক্ষর হবে বলে আশা প্রকাশ করেছেন।
চিনের সাবমেরিন সম্পর্কে তথ্য বিনিময় করছে মার্কিন ও ভারতের নৌবাহিনী, জানালেন আমেরিকার অ্যাডমিরাল
ABP Ananda, web desk
Updated at:
19 Jan 2017 10:00 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -