মাহিরা সেখানেই এক সাক্ষাত্কারে বলেন, একটি মেয়েকে তাঁর জীবনের কঠিন সময়, সুন্দর সময়, জীবনের বিভিন্ন ওঠা-পড়া, নানা ভুল এবং সাফল্যই একজন পরিণত মানুষ হিসেবে তৈরি করে। সেখানে তিনি নিজেকে ভাল রাখতে কোনও একজন মানুষের সঙ্গে মিশতেই পারেন, থাকতেই পারেন। সেখানে যদি বাইরে থেকে এসে কেউ তাঁদের জীবনে নজরদারি করেন, তাহলে সেটাকে পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই বলে মনে করেন মাহিরা। একটি মেয়ে, একজন মানুষ তিনি যেমন, তেমনই থাকা উচিত। জীবনটা তাঁর, সে কার সঙ্গে কীভাবে কাটাবে, মিশবে সেটা একান্তভাবেই সেই মানুষের সিদ্ধান্ত।
এর আগে এক টেলিভিশন চ্যানেলের সাক্ষাতকারে পরোক্ষে এই প্রসঙ্গে মাহিরা বলেছিলেন, তাঁর ব্যক্তিগত জীবনে তিনি কার সঙ্গে মিশছেন, সেটা তাঁর একেবারেই নিজস্ব ব্যাপার। সেখানে দাঁড়িয়ে তিনি কাউকেই কোনও জবাবদিহি করার প্রয়োজন মনে করেন না।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছিল, একটি পিছন খোলা পোশাকে রণবীরের সঙ্গে বসে ধূমপান করছেন মাহিরা। এই নিয়ে বিভিন্ন মহলে নানা কটাক্ষ ও সমালোচনার ঝড় ওঠে। রণবীর আগেই মুখ খুলেছেন। তিনি তাঁর বিরক্তিও প্রকাশ করেছেন। সেই ঘটনা নিয়ে লোকের কটাক্ষে ক্ষুব্ধ হয়েছিলেন রণবীরের বাবা ঋষি কপূরও। সেকথা তিনিও খোলাখুলি ভাবে জানিয়ে দিয়েছিলেন। এবার মুখ খুললেন মাহিরা।