ইসলামাবাদ: নিউইয়র্কের রাস্তায় রণবীর কপূরের সঙ্গে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের ধূমপানের ছবি প্রকাশ্যে আসার পরই দুদেশের সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় জোর বিতর্ক। সেই সময় রণবীরের সঙ্গে তাঁর সম্পর্ক, মাহিরার পোশাক, ধূমপানের ছবি সব নিয়েই অস্বস্তিতে পড়েছিলেন দুই অভিনেতাই। যদিও এপ্রসঙ্গে তখন প্রকাশ্যে কিছুই বলেননি মাহিরা। ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রকাশ্যে আসে সেই ছবি।
দীর্ঘদিন বাদে অবশেষে সেই বিতর্কিত ছবি প্রসঙ্গে মুখ খুললেন মাহিরা। অভিনেত্রীর কথায়, সেদিন তাঁর মনে হয়েছিল, তাঁকে যেন অকারণেই আঘাত করা হয়েছে, তাঁর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করা হয়েছে। এধরনের বিতর্কেও তিনি জীবনে সেই প্রথম জড়িয়েছেন। যেহেতু তিনি পাকিস্তানি, এবং সেদেশের বাসিন্দা, তাই তিনি তখন বুঝেছিলেন, সেখানকার মানুষরা তাঁকে ওই পোশাকে, ওভাবে দেখতে অভ্যস্থ ছিলেন না। তাই তাঁদের প্রতিক্রিয়াও ছিল নেতিবাচক। কিন্তু তাঁর খারাপ লেগেছিল কারণ, একান্তভাবেই ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁদের অজান্তে কেউ ছবি তুলে নেয়। তাই মাহিরার বিষয়টি খুবই বিরক্তিকর এবং খারাপ লেগেছিল।
নিউইয়র্কে রণবীরের সঙ্গে ধূমপানের বিতর্কিত ছবি প্রকাশ্যে আসা নিয়ে মুখ খুললেন মাহিরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Mar 2018 12:58 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -