কলকাতা: নতুন ওয়েব সিরিজে একসঙ্গে মৈনাক বন্দ্যোপাধ্যায় (Mainak Banerjee) ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায় (Prantik Banerjee)। সঙ্গে রয়েছে উপাসনা ঘোড়ুই। নতুন ওয়েব সিরিজের নাম 'প্রহেলিকা'। সিরিজের পরিচালনা করছেন অয়ন দে।
হৃষিকেশ চট্টোপাধ্যায় একজন খ্যাতনামা ফিল্মস্টার। দর্শকদের একাধিক সুপারহিট ছবি উপহার দিয়েছেন তিনি। প্রথম স্ত্রী মারা যাওয়ার পরে তিনি আবার বিয়ে করেন সুপারমডেল পায়েল সেনগুপ্তকে। এই পায়েল ছিল একটি রেস্তোরাঁর মুখ। প্রথম দেখাতেই প্রেম হয়ে যায় হৃষিকেশ ও পায়েলের। সেখান থেকেই বিয়ে। কিন্তু সুখের হয় না তাদের এই সংসার। হৃষিকেশ ও পায়েলের তৃতীয় বিবাহবার্ষিকীর দিন হঠাৎ মারা যায় হৃষিকেশ। আর এখান থেকেই গল্পের মোড় ঘুরে যায়। ইন্সপেক্টর সম্রাটের ওপর দায়িত্ব পরে মৃত্যুর কারণ খুঁজে বের করার জন্য। পরের দিত তদন্তে নামে সে।
তদন্তে নেমে সম্রাট জানতে পারেন, সাধারণ মৃত্যু নয়, খুন করা হয়েছে হৃষিকেশকে। আর এই খুনের পিছনে রয়েছে আরও অনেক রহস্য। এই সমস্ত ঘটনার ঘনঘটা নিয়েই আসছে ওয়েব সিরিজ 'প্রহেলিকা'। খুব তাড়াতাড়ি এসএসএফ প্রোডাকশন হাউডের ব্যানারে মুক্তি পাবে এই সিরিজ। সিরিজে ইন্সপেক্টর সম্রাট এর চরিত্রে অভিনয় করছেন মৈনাক ব্যানার্জি, পায়েল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী উপাসনা ঘোড়ুই ও অনুরাগ চরিত্রে অভিনয় করছেন প্রান্তিক ব্যানার্জি। ছবিতে আরো একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন বুদ্ধদেব ভট্টাচার্য।
'প্রহেলিকা'-র পাশাপাশি, একটি বাংলা ওয়েব সিরিজও মুক্তি পাবে ৬ ডিসেম্বর। হইচই-তে স্ট্রিম হবে কালরাত্রি। সৌমিতৃষা কুণ্ডু সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। তাঁর চরিত্রের নাম দেবী। কাহিনিতে দেখা যাবে বিয়ের দিনই এক বান্ধবীর ভবিষ্যদ্বাণীতে দেবী জানতে পারবে, তাঁর হবু স্বামীর রহস্যময় মৃত্যুর সম্ভাবনা আছে। বিয়ে বাড়িরআনন্দের আবহে মিশবে এক অজানা আতঙ্ক। সৌমিতৃষার সঙ্গে সিরিজটিতে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, রাজদীপ গুপ্ত, রূপাঞ্জনা মিত্র। সিরিজটি পরিচালনা করেছেন অয়ন চক্রবর্তী। এই প্রথমবার ওয়েব সিরিজে ডেবিউ করছেন সৌমিতৃষা। সেই কারণে এই ওয়েব সিরিজটি নিয়ে দর্শকদের মধ্যে প্রত্যাশা রয়েছে। অন্যদিকে কবে 'প্রহেলিকা' মুক্তি পায় সেদিকেও দর্শকদের নজর থাকবে
আরও পড়ুন: Bonny-Sourav: সাসপেন্স থ্রিলারে মুখোমুখি বনি-সৌরভ, প্রকাশ্যে এল 'ঝড়'-ছবিতে অভিনেতাদের লুক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।