কলকাতা: মিলেনিয়ালস নাকি জেন জি... সোশ্যাল মিডিয়া খুললেই এখন নানারকম মজার দ্বন্দ্ব দেখা যায় এই দুই প্রজন্মকে নিয়ে। জেন জি মানেই নতুন নতুন সব শব্দ, নতুন সব চিন্তাধারা.. কে ঠিক আর কে ভুল, সেই বিতর্ক চলতে থাকে অনর্গল। আর এবার, এই দুই প্রজন্মকেই এক সিনেমায় বাঁধতে চলেছেন পরিচালন মৈনাক ভৌমিক (Mainak Bhowmick)। আসছে তাঁর পরিচালনায় নতুন ছবি, 'মেড ইন কলকাতা' । আজ এই ছবির মহরত হয়ে গেল কলকাতায়।
এই সিনেমায় অভিনয় করছেন, সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee), অঙ্গনা রায় (Angana Roy), ঐশ্বর্য সেন (Aishorjyo Sen), অনিন্দ্য সেনগুপ্ত (Anindya Sengupta), সপ্তর্ষি মৌলিক (Saptarshi Moulik), মেঘা চৌধুরী, শ্রীমা ভট্টাচার্য (Sreema Bhattacharya), শিঞ্জিনী চৌধুরী, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায় এবং একটি বিশেষ একটি ভূমিকায় দেখা যাবে নন্দিনী চট্টোপাধ্যায়কে। আজ এই সিনেমার মহরত হয়েছে। খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে এই সিনেমার শ্যুটিং। বিভিন্ন বয়সের অভিনেতা অভিনেত্রীদের নিয়েই গল্প তৈরি করছেন পরিচালক।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সিচুয়েশনশিপ, ফ্রিল্যান্স করলে সময়মতো ইনভয়েস ক্লিয়ার না হওয়ার যন্ত্রণা… ২০২৫-এর কলকাতায় যে Gen Z আর Millennial রা রিলের পর রিল স্ক্রল করে নিজেদের একাকিত্ব ভুলতে চাইছে, এটা তাদের গল্প। ১৮ থেকে ৩৫ বছর বয়সীদের নিয়েই এই গল্প। তারা কখনও কখনও শহর ছেড়ে পালাতে চায়। কিন্তু তারা তা পারে না, এই শহরের মধ্যেই ঘুরে বেড়ায় তারা। সারাদিন শহরটার সমস্ত খারাপ বিষয়গুলো তুলে ধরে, আবার এই শহরটাকেই ভালবাসে। এই সিনেমার গল্পটাও এরকম। অনেকগুলো এমন মানুষের গল্প, যাদের মধ্যে ভুল রয়েছে, ঠিক রয়েছে আবার তারা নিজেরাই নিজেদের অজান্তে ভীষণ ভালবেসে ফেলেছেন এই শহরটাকে। কলকাতাকে। নতুন সময়ের এক গল্পকেই নতুন সুরে ক্যামেরায় ধরতে চাইছেন পরিচালক। ছবির প্রযোজকেরাও এই সিনেমা নিয়ে ভাবছেন একটু অন্যরকমভাবে। মৈনাক ভৌমিক আর তাঁর চিত্রগ্রাহক প্রসেনজিৎ চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা গোটা সিনেমাটা কেবল মাত্র ১টি ক্যামেরায় শ্যুটিং করবেন। ফলে ক্যামেরার আতিশয্য, বারে বারে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শট নেওয়া, এই সবের ঝক্কি অনেকটাই কম। তবে সিনেমাটা কীভাবে কেবল একটি ক্যামেরা দিয়ে শ্যুটিং হবে, তা দেখার অপেক্ষায় থাকবেন দর্শকেরা।
সিনেমায় হিপ হপ আর ইলেকট্রোনিকা থেকে শুরু করে মডার্ন পপ, সবই থাকবে। আবহসঙ্গীতেও থাকবে অন্যরকম ছোঁয়া। সবদিক থেকেই চিরাচরিত ফর্মুলার বাইরে গিয়ে একটি নতুন সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক।