মুম্বই: ওয়েব সিরিজে পা রাখছেন শাহিদ কপূর (Shahid Kapoor), এই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। আর এবার অ্যামাজন প্রাইমের তরফ থেকে প্রকাশ করা হল শাহিদের নতুন শো 'ফর্জি' (Farzi)-র টিজার। মজার মোড়কে এই টিজার হাজির থাকলেন খোদ শাহিদ। জানালেন, আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই আসছে 'ফর্জি'।                                                                                                 


প্রথম ওয়েব সিরিজে শাহিদ কাজ করেছেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত রাজ এবং ডিকে-র পরিচালনায়। শাহিদের সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে বিজয় সেথুপতি, কেকে মেনন, রাশি খন্না, রেজিনা কাসান্দ্রা, জাকির হুসেনকে। এ ছাড়াও থাকছেন ভুবন অরোরা, অমল পালেকর, কুরা সাইত। ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে ওয়েব সিরিজে অভিনেতা অভিনেত্রীদের ফার্স্ট লুক।                                   


আরও পড়ুন: Aindrila Sabyasachi: ঐন্দ্রিলা-সব্যসাচীর নতুন ছবি পোস্ট করা হল অভিনেত্রীর প্রোফাইল থেকে, কী লিখলেন অনুরাগীরা?


সদ্য মুক্তি পাওয়া টিজারে অবশ্য গল্পের লুকে দেখা গেল না শাহিদকে। মজার মোড়কে দেখা গেল, ফর্জির নকল ট্রেলার শ্যুটিং সেটে হাজির হচ্ছেন শাহিদ। তারপরে তাঁর ধমকানিতে বন্ধ হচ্ছে শ্যুটিং। অন্যদিকে, ‘ফর্জি’র গল্প তুলে ধরতে গিয়ে অ্যামাজন জানিয়েছে, ছোটখাটো একজন শিল্পী, বাবার প্রকাশনী সংস্থা থেকেই প্রতারণার জাল বুনছেন।                                                                   


ছবিতে শাহিদের চরিত্রের সঙ্গে এই অপরাধ একেবারে খাপ খায় বলে জানানো হয়েছে। তাঁকে একটি অন্য জগতে নিয়ে যায়। শুরু হয় কর্তৃত্ব স্থাপন, টিকে থাকার লড়াই। ‘ফর্জি’কে থ্রিলার হিসেবেই তুলে ধরা হচ্ছে।                                                                             


এ ছাড়াও শাহিদের হাতে একগুচ্ছ কাজ রয়েছে। শীঘ্রই ‘ব্লাডি ড্যাডি’র কাজ শুরু করবেন। সেটির পরিচালনায় রয়েছে আলি আব্বাস জাফর।