নয়াদিল্লি: বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই একসঙ্গে অর্জুন কপূর (Arjun Kapoor) ও মালাইকা অরোরা (Malaika Arora)। বলিউডে দীর্ঘদিন ধরেই চর্চায় অর্জুন ও মালাইকার সম্পর্ক। বেশ কয়েক মাস ধরে শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে তাঁদের। কিন্তু এই আবহেই দিল্লিতে এক ফ্যাশন অনুষ্ঠানে (Fashion Event) দেখা মিলল দুই 'ফ্যাশনেবল' তারকার। গুঞ্জন উড়িয়ে কাছাকাছি অর্জুন ও মালাইকা?
মিটছে ব্যবধান? ফের কাছাকাছি অর্জুন-মালাইকা
শুক্রবার দিল্লিতে ডিজাইনার কুণাল রাওয়ালের শো 'India Couture Week'-এ একসঙ্গে দেখা গেল অর্জুন কপূর ও মালাইকা অরোরাকে। তাঁদের একসঙ্গে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
যদিও ইভেন্টে একসঙ্গে বা পাশাপাশি বসেননি তাঁরা। যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে সামনের সারিতে বসেছেন দুই তারকা। যদিও পাশাপাশি নয়। অপর একটি ভিডিওয় দেখা যাচ্ছে অর্জুনকে ঘিরে অনুরাগীরা, চলছে সেলফির আবদার মেটাচ্ছেন। সেই পথেই যেতে গিয়ে অনুরাগীদের কারণে খানিক থামতে হয় মালাইকাকে। যদিও অর্জুনই ভিড় এড়িয়ে তাঁকে এগিয়ে যাওয়ার রাস্তা করে দেন। মালাইকা চলে যাওয়ার পর ফের অনুরাগীদের সেলফির আবদার মেটান তিনি।
এই ইভেন্টে কালো সিক্যুইন বসানো শেরওয়ানি ও ধুতি প্যান্ট পরেন অর্জুন। অন্যদিকে সাদা ব্লেজার কো-অর্ড সেটে দেখা মেলে ফ্যাশনিস্টা মালাইকার।
প্রসঙ্গত, এই অনুষ্ঠানে ডিজাইনার সিদ্ধার্থ টিটলারের জন্য শো-স্টপার ছিলেন মালাইকা অরোরা, ও অভিনেতা রাহুল খান্না। মঞ্চে একটি কালো এমব্রয়ডারি করা উজ্জ্বল ঝলমলে লেহঙ্গা পরেন মালাইকা, সঙ্গে মানানসই জুতো। অন্যদিকে তাঁর পাশে কালো বন্ধগলা শেরওয়ানির ওপর সোনালী ফুলেল কাজ পোশাকে ব়্যাম্পে হাঁটেন রাহুল।
প্রসঙ্গত, আগে যতটা একসঙ্গে ছবি পোস্ট করতেন অর্জুন বা মালাইকা, এখন অতটা দেখা যায় না। তবে বিচ্ছেদের প্রসঙ্গে কেউই এখনও মুখ খোলেননি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।