কলকাতা: তাঁর ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ফিটনেস সিক্রেট... এই সবকিছু নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। তবে এবার, নতুন কাজ নিয়ে সোশ্য়াল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী নৃত্যশিল্পী মালাইকা অরোরা (Malaika Arora)। হানি সিংহের (Yo Yo Honey Singh)-এর গানে নাচ করতে দেখা যাবে মালাইকা অরোরাকে। তারই কিছু ঝলক এসেছে প্রকাশ্যে, আর তাতেই তীব্র সমালোচিত হতে হয়েছে অভিনেত্রীকে। নেটিজেনদের কথায়, মালাইকার নাচ নাকি অশ্লীল।
সদ্যই মালাইকা অরোরা এবং হানি সিংহের তাঁদের মিউজিক ভিডিও ‘চিলগাম’-এর টিজার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে নিয়েছেন। এটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গানে মালাইকা অরোরাকে দেখা যাচ্ছে সাহসী ভঙ্গিতে হানি সিংয়ের গানের সঙ্গে নাচ করতে। তবে মালাইকার নাচের স্টেপ মোটেই পছন্দ হয়নি অনুরাগীদের। কমেন্ট সেকশন উপচে পড়ছে নেতিবাচক মন্তব্যে। অনেকেই বলেছেন, মালাইকার এই ধরনের নাচ করা শোভন নয়। মালাইকার গানের টিজারে একজন নেটিজেন লিখেছেন, ‘৫২ বছর বয়সে এটা মানায় না..’। অন্য একজন লিখেছেন, ‘দয়া করে এই ভিডিওটি ডিলিট করুন..’। একজন বলেছেন, ‘কতটা অশ্লীল গান। যা খুশি তাই বানাও..’। এক নেটিজেন কমেন্টে লিখেছেন, ‘মালাইকা, আপনার থেকে এটা আশা করিনি..’।
প্রসঙ্গত, সদ্যই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় এসেছেন মালাইকা। অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই নিজেকে 'সিঙ্গল' বলে দাবি করে আসছেন মালাইকা। তবে এবার বুঝি ফের প্রেমে পড়েছেন তিনি। মালাইকা বারে বারেই জানিয়েছেন, তাঁর জীবনে নতুন কোনও পুুরুষ নেই। তবে সদ্যই গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টের অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন মালাইকা। মুম্বইয়ের MMRDA গ্রাউন্ডসে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। মালাইকা ছাড়াও সেখানে গিয়েছিলেন বলিউডের অনেক তারকাই। তবে মালাইকার পাশে দেখা গেল এক পুরুষকে, গোটা অনুষ্ঠান মালাইকার সঙ্গেই ছিলেন তিনি। কে এই পুরুষটি?
জানা যাচ্ছে, মালাইকার পাশে যিনি গোটা অনুষ্ঠানে ছিলেন, তাঁর নাম হর্ষ মেটা। ৩৩ বছর বয়সী হর্ষ মেটা আসলে একজন ব্যবসায়ী। তিনি বেলজিয়ামের একটি হীরে ব্যবসায়ী পরিবারের সঙ্গে যুক্ত। এর আগে, মালাইকা আরোরা আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাঁদের একটি ছেলে ও ছিল। কিন্তু বর্তমানে এই দম্পতির বিবাহবিচ্ছেদ করে আলাদা হয়ে গিয়েছেন। আরবাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে, মালাইকা অভিনেতা অর্জুন কাপূরের সঙ্গে সম্পর্কে জড়ান। তাঁরা প্রায় পাঁচ বছর সম্পর্কে ছিলেন। কিন্তু বর্তমানে তাঁদের সম্পর্ক নেই।