নয়াদিল্লি: ১১ সেপ্টেম্বর, বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন অভিনেত্রী মালাইকা অরোরার (Malaika Arora) সৎ বাবা অনিল কূলদীপ মেহতা (Anil Kuldeep Mehta), এমনই মনে করা হচ্ছে প্রাথমিক তদন্তে। এই খবর মেলে কাল সকালের দিকে। এরপর মালাইকা অরোরা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেন, যেখানে তিনি বাবার মৃত্যুর পর এই কঠিন সময়ে মিডিয়া ও শুভাকাঙ্ক্ষীদের থেকে খানিক ব্যক্তিগত সময় চেয়ে নেন। তবে এরই মাঝে অনিল মেহতার মৃত্যু ঘিরে মিলছে নয়া তথ্য। 


প্রয়াত মালাইকার বাবা, মৃত্যুর আগে শেষবার ফোনে মেয়েকে কী বলেছিলেন?


পুলিশ সূত্রে খবর, বান্দ্রার আয়েশা ম্যানর বিল্ডিংয়ের ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে অনিল মেহতার মৃত্যু হয়েছে। IANS-এর প্রতিবেদনে এই ঘটনা সম্পর্কে আরও কিছু তথ্য মিলেছে। সেই প্রতিবেদন বলছে, অনিল তাঁর দুই মেয়েকে ফোন করেছিলেন এবং বলেন, 'আমি ক্লান্ত' (I'm tired), তারপরই ব্যালকনি থেকে ঝাঁপ দেন। 


একাধিক খবর আসছে সামনে যা অনুযায়ী, ৬৫ বছর বয়সী অনিল, ৭ তলার ব্যালকনি থেকে ঝাঁপ দেওয়ার আগে তাঁর দুই মেয়ে মালাইকা ও অমৃতাকে ফোন করেন। তাঁদের ফোনে তিনি বলেন যে 'আমি ক্লান্ত'। এরপরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে খবর। 


সূত্রের খবর, মুম্বই পুলিশকে মালাইকার মা জয়েশ পলিকার্প জানিয়েছেন যে এই ঘটনা যখন ঘটে তিনিও বাড়িতেই ছিলেন। ১১ সেপ্টেম্বর সকাল ৯টা নাগাদ। বসার ঘরে স্বামীর চপ্পল রয়েছে দেখে তাঁকে খুঁজতে শুরু করেন জয়েশ। ব্যালকনিতেও খুঁজে না পেয়ে রেলিং থেকে উঁকি দিয়ে দেখে নীচে জটলা হয়ে রয়েছে এবং সিকিউরিটি গার্ড সাহায্যের জন্য চিৎকার করছেন। তখনই তিনি বুঝতে পারেন বড় কোনও গন্ডগোল হয়েছে। 


আরও পড়ুন: Gautam Haldar Benimadhab: গৌতম হালদারের 'বেণীমাধব' নিয়ে কটাক্ষের ঝড়, এই সুরে কবিতা পাঠ শুনে কী বলেছিলেন স্রষ্টা জয় গোস্বামী?


পুলিশ সূত্রের সংবাদ মাধ্যম ই-টাইমস খবর পেয়েছে যে প্রয়াত অনিল মেহতার ফোনের 'কল ডিটেলস' দেখে মনে করা হচ্ছে যে তিনি অমৃতাকে সত্যিই ফোন করেছিলেন। অমৃতাই বাবার কাছের ছিলেন ও তাঁর প্রিয় ছিলেন। ভাবা হাসপাতালে ময়না তদন্ত চলছে। সান্তাক্রুজে ১২ তারিখ, মানে আজ তাঁর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।