ঢাকা: সদ্যই পাকিস্তানের বিরুদ্ধে এক অবস্মরণীয় সিরিজ় জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। ঐতিহাসিক সিরিজ়ে ২-০ জয় পেয়েছে ওপার বাংলার দল। এবার তাঁদের সামনে টিম ইন্ডিয়ার (IND vs BAN) চ্যালেঞ্জ। সেই সিরিজ়ের আগে মুখ খুললেন লিটন দাস (Litton Das)। পাকিস্তান সিরিজ় ভুলে যেতে আর্জি জানালেন সকলকে।


লিটন দাস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান পাকিস্তান সফরে তাঁরা দুরন্ত খেলেছেন। সেই সিরিজ় জয় দলের আত্মবিশ্বাস বাড়াবে, তবে তা এখন অতীত। ভারত সফর প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমরা পাকিস্তানের বিরুদ্ধে দারুণ খেলেছি। তবে সেটা তো অতীত। পাকিস্তান সিরিজ়কে ভুলে যাওয়াটা জরুরি এবং তাতে আপনাদের (মিডিয়া) ভূমিকাও রয়েছে। পাকিস্তান সিরিজ় নিয়ে আপনারা বেশি চর্চা না করলেই ভাল। সামনে এক বিরাট চ্যালেঞ্জ অপেক্ষা করে রয়েছে। খেলোয়াড় হিসাবে আমি আগের সিরিজ়টা পিছনে ফেলে এসেছি। তবে হ্যাঁ, ওই সিরিজ় নিঃসন্দেহে আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।'


ভারতীয় দল নিজেদের ঘরের মাঠে বরাবরই দারুণ শক্তিশালী। সেই কথা মনে করিয়ে দিয়ে লিটন বলেন, 'ভারতের ঘরের মাঠে ভারত সবসময় প্রতিপক্ষের থেকে বেশি শক্তিশালী। সিরিজ়টা খুব চ্যালেঞ্জিং হবে বা খুব সহজ হবে, এর কোনওটাই আমি বলব না। ওরা দল হিসাবে নিজেদের পরিবেশে দারুণ। ওদের ব়্যাঙ্কিং দেখলেই সেটা বোঝা যায়। ওরা অনেক ওপরের দিকে রয়েছে। তাই আমার মতে সিরিজ়টা বেশ চ্যালেঞ্জিংই হবে।'  


পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ত্রাতা হয়ে ওঠেন লিটন দাস। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে একসময় কার্যত ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে লিটনের চোখধাঁধানো শতরানে বাংলাদেশ লড়াইয়ে শুধু ফেরেই না, দ্বিতীয় ইনিংসে দুরন্ত বোলিং পারফরম্যান্সে ম্যাচও জিতে নেয় ওপার বাংলার দল। দুই টেস্টে ১৯৪ রান করেন লিটন। ভারতের বিরুদ্ধে সিরিজ়েও যে লিটনের ফর্মে থাকাটা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। 


বাংলাদেশ ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও টেস্ট ম্যাচ জিততে পারেনি। সেই লক্ষ্যেই এবার নামবেন লিটনরা। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। 







আরও পড়ুন: হতাশাজনক হারের পরেই মেজাজ হারালেন এমি মার্তিনেজ়! উঠল ক্যামেরাম্যানকে চড় মারার অভিযোগ