মঞ্চে কঠোর পরিশ্রমে এই সাফল্য অর্জনের খুশির ঝলক ওই মডেল কৃষক-কন্যাক চোখেমুখে স্পষ্ট দেখা গিয়েছে। ভিডিওতে কৃষক কন্যাকে র্যাম্পে দেখে আবেগবিহ্বল হয়ে পড়তে দেখা যায় মালাইকা অরোরাকে। তিনি বলেন, আজ আমাদের সামনে দাঁড়িয়ে এক কৃষকের কন্যা। আমাদের দেশের মাটির থেকে উঠে এসেছে ও। ও আমাদের সবার জন্যই শুধু নয়, সমগ্র মহিলাদের জন্যই গর্ব।
এই কথায় চোখে জল চলে আসে ওই মডেলের। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।