মুম্বই: একটা ইনস্টাগ্রাম পোস্ট। আর তাতেই বাড়ল জল্পনা। নেট দুনিয়ায় এদিন ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। অভিনেত্রীর সেই ইঙ্গিতপূর্ণ পোস্টেই বেড়েছে তাঁর ফের বিয়ের পিঁড়িতে বসার জল্পনা। মালাইকো অরোরার পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। 


কাকে 'হ্যাঁ' বললেন মালাইকা অরোরা?


এদিন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, 'আমি বললাম হ্যাঁ'। আর তাঁর সেই পোস্টের পরই জল্পনা বেড়েছে যে, তাহলে কি অর্জুন কপূরের দেওয়া বিয়ের প্রস্তাবেই রাজি হলেন মালাইকা? নেটিজেনরাও তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন কমেন্টে।


আরও পড়ুন - Ranbir-Alia Baby: মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন রণবীর-আলিয়া


মালাইকা অরোরার পোস্টের পরই সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা অভিনেত্রীকে শুভেচ্ছা জানাচ্ছেন। কেউ লিখেছেন, 'অসাধারণ। এটা খুবই ভালো খবর।' আবার কেউ লিখেছেন, 'অনেক অভিনন্দন।' কেউ কেউ আবার অভিনেত্রীর এই পোস্টের অন্য মানেও বের করেছেন। তাঁদের মনে হয়েছে, মালাইকার এই পোস্ট কোনও বিজ্ঞাপনী প্রচারের জন্য। তাই কেউ কমেন্ট করেছেন, 'শান্ত হও সকলে। এটা শুধুমাত্র প্রচারের জন্য।' কেউ আবার লিখেছেন, 'এটা বোধহয় কোনও ব্র্যান্ডের প্রোমোশন'। নিজের পোস্টের মাধ্যমে ব্যক্তিগত জীবনের কথা বলেছেন মালাইকা নাকি কোনও ব্র্যান্ডের প্রচারের জন্য করেছেন, তা জানা যাবে ভবিষ্যতেই।


প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাতকারে আরবাজ খান তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা অরোরার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে কথা বলেন। তিনি জানালেন, তিনি এবং মালাইকা দুজনে মিলেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এবং একে অপরের এই সিদ্ধান্তকে তাঁরা সম্মানও জানান। এর পাশাপাশি সন্তানের জন্য তাঁরা বেশ কিছু প্রতিশ্রুতি মেনেও চলেন। আরবাজ বলেন, 'আমাদের একটি সন্তান রয়েছে। তাই আমাদের সিদ্ধান্ত সঠিক হওয়া প্রয়োজন। আমরা তাই একসঙ্গেও হই নানা সময়ে। আমরা একেবারেই আলাদা ধরনের মানুষ। দুজনেই আমরা অত্যন্ত সাবালক এবং পরিণত। অনেক বিষয়ে আমরা একে অপরের সিদ্ধান্ত মেনে নিয়েছি। জীবনে এগিয়ে যাওয়ার জন্য অনেক সিদ্ধান্ত নিতে হয় আমাদের। এমন অনেক সময়ই হয়েছে যে, আমার অনেক কিছু ওকে (মালাইকা অরোরা) মেনে নিতে হয়েছে। আবার ওর অনেক কি্ছু আমাকে মেনে নিতে হয়েছে। তবে, আমাদের দুজনেরই একটা সাধারণ চাহিদা রয়েছে। আর সেটা আমাদের সন্তান। ওর বড় হওয়ার সময়টায় ও কোনওরকম সমস্যা পেতে পারে না। সেটাই আমরা সবসময় মনে রেখেছি। আমাদের সন্তান কোনও সমস্যা দেখার জন্য বা তার মধ্যে থাকার জন্য আসেনি। মালাইকা অনেক কিছু বিষয়ে অনেক পরিণত। আমিও। ও ঠিকই বলে, আমরা একে অপরকে প্রশংসাও করি। আমরা আমাদের পছন্দকেও গুরুত্ব দিই। এবার জীবন যে শ্রোতে এগোয় সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে।'