কর্ণ জোহরের প্রি-ক্রিসমাস পার্টিতে ছোট পোশাক পরায় ফের ট্রোলড হলেন মালাইকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Dec 2017 10:27 AM (IST)
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
মুম্বই: বলিউড তারকাদের প্রি-ক্রিসমাস পার্টি শুরু হয়ে গিয়েছে। সদ্যই নিজের বাড়িতে ঘরোয়াভাবে প্রি-ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন কর্ণ জোহর। সেখানে হাজির ছিলেন পরিচালক-প্রযোজকের ইন্ডাস্ট্রির কিছু ঘনিষ্ঠ বান্ধবী যেমন করিনা কপূর খান, করিশমা কপূর, মালাইকা আরোরা খান, তাঁর বোন অমৃতা আরোরা সহ আরও অনেকে। তবে পার্টিতে করিনার পোশাক সকলের নজর কেড়েছে, প্রশংসা কুড়িয়েছে। ক্রিসমাসের জন্যে নতুন স্টাইল-স্টেটমেন্ট তৈরি করেছেন বেবো। সেই পার্টিতে সবসময় অতি সাহসী ৪৪-এর মালাইকা একটি ছোট ভেলভেটের পোশাক পরে যান। আর তার জেরে ট্রোলড হতে হল তাঁকে। এইভাবে নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয়েছে মালাইকাকে। অনেকেরই মত আর একটু বেশি ঢাকা পোশাক পরা উচিত মালাইকার। অনেকে আবার লিখেছেন, বেশিরভাগ সময় হয় আপনি মদ্যপ থাকেন না হলে পুরো নগ্ন। সেই পার্টিরই বেশ কিছু ছবি শেয়ার করা হয়েছে ইন্সটাগ্রামে, দেখুন তবে দুই কপূর বোন তাঁদের পোশাকের জন্যে প্রশংসীত হয়েছেন। করিনা পরেছেন ইন্দো-জাপানি ফিউশান, করিশমা পরেছেন পলকা-ডটেড স্কার্ট।