একই ওভারে ৬ ছক্কার নজির রবীন্দ্র জাডেজার
Web Desk, ABP Ananda | 16 Dec 2017 12:26 AM (IST)
নয়াদিল্লি: একই ওভারে ৬টি ছক্কা মেরে যুবরাজ সিংহের মতোই নজির গড়লেন ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। তবে যুবরাজ এই নজির গড়েন আন্তর্জাতিক ক্রিকেটে আর জাডেজা ৬ বলে ৬টি ছক্কা মারলেন আন্তঃজেলা টি-২০ টুর্নামেন্টে। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জামনগরের হয়ে আমরেলির বিরুদ্ধে মাত্র ৬৯ বলে ১৫৪ রান করেন জাডেজা। ১০ নম্বর ওভারে ব্যাট করতে নামেন তিনি। ১৫ নম্বর ওভারে ৬টি ছক্কা মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। বোলারের নাম নীলম ভামজা। যুবরাজের আগে ভারতীয় দলের বর্তমান কোচ রবি শাস্ত্রীও একইম ওভারে ৬টি ছক্কা মেরেছিলেন। এবার জাডেজাও সেই নজির গড়লেন।