১৪ বছরের পুরনো এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মালাইকা। সঙ্গে ক্যাপশন, তাঁর সবথেকে প্রিয় ছবি। সন্তান জন্মের পরের ছবি শেয়ার করলেন মালাইকা
ABP Ananda, Web Desk | 15 Jan 2017 12:24 PM (IST)
মুম্বই: এত সুন্দর তাঁকে কখনও লাগেনি। কোলে মাসকয়েকের হৃষ্টপুষ্ট শিশু। মা আর ছেলে দুজনেই ঝলমল করছে স্বাস্থ্যে, সৌন্দর্যে। বলিউডের সবথেকে সেক্সি অভিনেত্রী হিসেবে পরিচিত মালাইকার এই ছবি কোনও নায়িকার নয়। এতে তিনি শুধুই ছেলে আরহানের মা। ছবিটি তুলেছিলেন এক ফ্যাশন ও গ্ল্যামার ফটোগ্রাফার ফারুখ চোথিয়া।