প্যারিসে মল্লিকা শেরাওয়াত ও তাঁর পুরুষ সঙ্গীর ওপর হামলা, মারধর, কাঁদানে গ্যাস স্প্রে-র অভিযোগ
Web Desk, ABP Ananda | 17 Nov 2016 08:05 PM (IST)
প্যারিস: প্যারিসে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের ওপর হামলা। মল্লিকার অ্যাপার্টমেন্টের বাইরে তাঁকে এবং তাঁর পুরুষ সঙ্গীকে মারধর, কাঁদানে গ্যাস স্প্রে করার অভিযোগ উঠেছে ৩ মুখোশধারী দুষ্কৃতীর বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, সঙ্গীর সঙ্গে মল্লিকা যখন বাড়ির বাইরে ছিলেন, সেই সময় তাঁদের মুখে তিন দুষ্কৃতী কাঁদানে গ্যাস স্প্রে করে। এরপর মারধর করে, মুখে ঘুষি মারে বলেও অভিযোগ। ঘটনার পরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁদের প্রাথমিক অনুমান, ছিনতাই-এর উদ্দেশ্যেই এই ঘটনা। যদিও এই নিয়ে সংবাদ মাধ্যমকে কিছু জানাননি মল্লিকা। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই অভিনেত্রী কিম কার্দাশিয়াঁর ওপরও হামলার ঘটনা ঘটে। আরও পড়ুন:প্যারিসের হোটেলে কিম কারদাশিয়াঁর দিকে বন্দুক তাক করল দুষ্কৃতীরা, কোটি টাকার গয়না লুঠ