পার্থ: ফিপিল হিউজেসের দুর্ভাগ্যজনক মৃত্যুর স্মৃতি ফিরে এল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে। শেফিল্ড শিল্ডের ম্যাচে বাউন্সারে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারালেন অ্যাডাম ভোজেস। তাঁকে মাঠ থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, এই ব্যাটসম্যানের আঘাত গুরুতর নয়। তবে তিনি এই ম্যাচে আর খেলবেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ভোজেস খেলবেন কি না, সেটা অবশ্য এখনও জানা যায়নি।
পশ্চিম অস্ট্রেলিয়ার ক্রিকেটার ভোজেস তাসমানিয়ার বিরুদ্ধে চার দিনের এই ম্যাচে বিপক্ষ দলের পেসার ক্যাম স্টিভেনসনের বাউন্সারে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসা কর্মীরা তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। পরে জ্ঞান ফেরে ভোজেসের।
এ বছর এই নিয়ে দ্বিতীয়বার খেলা চলাকালীন মাথায় বলের আঘাতে জ্ঞান হারালেন ভোজেস। মে মাসে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলার সময় হ্যাম্পশায়ারের এক ফিল্ডারের ছোঁড়া বল মাথায় লাগার পর সংজ্ঞাহীন হয়ে পড়েন ভোজেস। ফের আঘাত পেলেন তিনি।
বাউন্সারে আঘাত পেয়ে জ্ঞান হারালেন অ্যাডাম ভোজেস
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2016 05:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -