সোস্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি পোস্ট করেছেন মল্লিকা শেরাওয়াত, দেখুন
জানেন কি, মল্লিকা আজকাল সময় দিচ্ছেন সমাজসেবায়ও। মহিলা ক্ষমতায়নের ক্ষেত্রে কাজ করছেন, শিশু পাচার সমস্যা নিয়েও সক্রিয় তিনি। এ ব্যাপারে বেশ কিছু প্রজেক্টে সামিল হয়েছেন তিনি। সব ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বেগুনি রঙা পোশাক বোধহয় মল্লিকার প্রিয়। সেজন্যই আগেও এমন পোশাকে তোলা বেশ কিছু ছবি আপলোড করেছেন।
ব্রা-হীন পোশাকে ফটোশ্যুট করিয়েছেন।
তবে মল্লিকা ক্যাপশনে লিখেছেন, তিনি পুরোপুরি ড্রেসড আপ রয়েছেন।
আরেকটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে তিনি পরে আছেন ব্রা-হীন ট্রান্সপারেন্ট পোশাক।
নিজের অ্যাবস-এর ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, নিজেই পরখ করে দেখছেন, কতটা মজবুত অ্যাবস হয়েছে।
মল্লিকা শেরাওয়াত আজকাল সোস্যাল মিডিয়ায় বেশ সক্রিয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -