মুম্বই: বরাবরই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)। নিজের ব্যক্তিগত জীবন থেকে পেশাদার জীবন, সমস্ত বিষয়েই তিনি নিজের সোজা সাপটা মত দেন। এবারও তেমনই নিজের সহ-অভিনেতাদের সম্পর্কে সোজা সাপটা মত দিলেন। পাশাপাশি 'মার্ডার' ছবিতে তাঁর সহ-অভিনেতা ইমরান হাসমি কেমন মানুষ, সেই বিষয়েও জানালেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত জানাচ্ছেন যে, তাঁর বেশিরভাগ সহ-অভিনেতাদের সঙ্গেই অহং বোধের একটা লড়াই লেগেই থাকত। ২০০৪ সালে মুক্তি পায় তাঁর অন্যতম জনপ্রিয় ছবি 'মার্ডার'। ছবিটে মল্লিকা শেরাওয়াত ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান হাসমি (Emraan Hashmi), অস্মিত পটেল (Ashmit Patel)। মুকেশ ভট্ট পরিচালিত এবং অনুরাগ বসু পরিচালিত 'মার্ডার' বক্স অফিসে খুবই হিট করে। এরপর 'মার্ডার টু' এবং 'মার্ডার থ্রি' মুক্তি পেলেও, পরবর্তী ছবিগুলিতে ছিলেন না মল্লিকা।
আরও পড়ুন - Darsheel Safary Updates: 'তারে জমিন পর'-র ছোট্ট ইশানকে মনে আছে? কেমন দেখতে হয়েছে এখন তাঁকে?
সাক্ষাৎকারে মল্লিকা শেরাওয়াত বলছেন, 'আমি জানি না কেন, আমার প্রায় প্রত্যেক ছবিরই সহ-অভিনেতারা আমার সঙ্গে একটা অহংয়ের লড়াইয়ে নেমে পড়তেন। তাঁরা হয়তো এমনটা আশা করতেন যে, তাঁরা যখন সেটে আসবেন, যদি আমি বসে থাকি, তাহলে উঠে দাঁড়িয়ে 'সুপ্রভাত। কেমন আছেন' এই ধরনের কিছু কথা বলব। কিন্তু আমি সেরকম চরিত্রের মানুষ নই। ফলে সেখান থেকেই ইগোর লড়াই শুরু হয়ে যেত।'
মল্লিকা শেরাওয়াত আরও বলছেন, 'সবথেকে মজার ছিলেন ইমরান হাসমি। মার্ডার ছবির আগে কিংবা ছবির শ্যুটিং চলাকালীন, আমরা একে অপরের সঙ্গে কথা বলতাম না। এমনকি এখনও কথা বলি না। আমার মনে হয় এটা খুবই শিশুসুলভ একটা আচরণ। আমার মনে হয় ছবির প্রোমোশনের সময় বা অন্য কোনও সময়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমার দিক থেকেও শিশুসুলভ আচরণ হয়েছে। ইমরান হাসমি খুবই ভালো একজন মানুষ। অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। অসাধারণ সহ-অভিনেতা তিনি। কিন্তু ওঁর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই। এটা আমারও খুব খারাপ লাগে।