কলকাতা: আগামীকাল ও পরশু বিরোধী জোট ইন্ডিয়ার মিশন ২৪। মুম্বইয়ে হবে সমস্ত বিরোধী দলের সম্মিলিত এই বৈঠক। আর সেখানে যোগ দিতে ইতিমধ্যেই মুম্বই রওনা হয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে শুধু বৈঠক নয়, মুম্বইতে আরও একটি কাজ রয়েছে মুখ্যমন্ত্রীর।
আজ রাখিবন্ধন। আজকের দিনে মুম্বইতে অমিতাভ বচ্চনের (Amitabh Bacchan)-এর বাড়ি, জলসায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, তাঁকে রাখিও বাঁধবেন মুখ্যমন্ত্রী। যতবারই 'বিগ বি' (Big B) কলকাতা এসেছেন, তিনি আমন্ত্রণ জানিয়ে গিয়েছেন মমতাকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যথেষ্ট ভাল সম্পর্ক রয়েছে অভিনেতার। আর আজ, মুম্বইতে গিয়ে অমিতাভের অতিথি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
শোনা যাচ্ছে, বেঙ্গালুরুর ধাঁচেই হতে চলেছে এবারের বৈঠক। ৩১ অগাস্ট প্রথম দিনে বিভিন্ন দলের নেতৃত্ব নিজেদের মধ্যে কথোপকথন-আলাপচারিতা সারবেন। পরের দিন হবে মূল বৈঠক। ওই সূত্রের খবর অনুযায়ী, বৈঠকের দিনক্ষণ নিয়ে সব দলের নেতৃত্ব ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। সম্ভবত, পোওয়াইয়ের একটি হোটেলে বৈঠক হবে। পয়লা সেপ্টেম্বর INDIA-র প্রতিনিধিরা যৌথ সাংবাদিক বৈঠক করবেন।
উল্লেখ্য, বিরোধী শিবিরের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল পাটনায়। জুন মাসে। গতমাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় বৈঠক। তৃতীয় দফার বৈঠকে ২০২৪ লোকসভা নির্বাচনে একযোগে লড়াইয়ের লক্ষ্যে কমিটি গঠনের দিকে জোর দিতে পারে INDIA। প্রত্যেক দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য একটি যৌথ কমিটি গঠন করা হতে পারে। একসঙ্গে কী কর্মসূচি গ্রহণ করা হবে তা নির্ধারণ করার বিষয়টিও দেখতে পারে কমিটি। বেঙ্গালুরুর বৈঠক শেষে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিরোধী শিবিরের নাম ঘোষণা করেন- ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স। ২৬টি দলের প্রায় ৪ ঘণ্টার বৈঠক শেষে সেই ঘোষণা করা হয়। সেই সময় তিনি জানিয়েছিলেন, মুম্বইয়ে পরবর্তী বৈঠকে সব দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হবে। একজনকে আহ্বায়কও রাখা হবে।
অন্যদিকে, বলিউড সূত্রে খবর, শাহরুখ খান ও অমিতাভ বচ্চন ১৭ বছর পর ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। এর আগে তাঁদের একসঙ্গে দর্শক 'মহব্বতেঁ', 'কভি খুশি কভি গম', 'কভি অলবিদা না কহেনা' ও 'ভুতনাথ রিটার্নস' ছবিতে দেখেছেন। তাঁদের একসঙ্গে ছবির কাজ বেশ পছন্দও করেন দর্শক। যদিও তাঁরা দুজনেই 'ব্রহ্মাস্ত্র' ছবিতে কাজ করেছিলেন কিন্তু একসঙ্গে পর্দা ভাগ করেননি তাঁরা। যদিও এখনও এই প্রজেক্ট সম্পর্কে বিশেষ কিছুই জানা যায়নি তবে এই খবরে উত্তেজিত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় উত্তেজনা নজরে পড়ার মতো। কেউ লিখলেন, 'ব্লকবাস্টার লোডিং', তো কেউ লিখলেন, 'আসন্ন 'ডন ৩'-এ তিনজন ডন একসঙ্গে থাকলে কেমন হয়?' যদিও এই বিষয়ে এখনও শাহরুখ খান ও অমিতাভ বচ্চন কেউই অফিসিয়ালি কিছু জানাননি।
আরও পড়ুন: Shah Rukh Khan: 'জওয়ান' মুক্তির আগে হঠাৎ মধ্যরাতে বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে হাজির শাহরুখ