মুম্বই: সামনেই মুক্তি পাচ্ছে নতুন ছবি 'জওয়ান' (Jawan), আর তার আগে, জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে ও প্রার্থনা করতে হাজির হলেন শাহরুখ খান (Shah Rukh Khan) স্বয়ং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল সেই এক ঝলকের ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেখানে স্পষ্ট নয় শাহরুখের মুখ। একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মুখ ঢেকেছিলেন মাস্কে। নিরাপত্তারক্ষী পরিবৃত হয়ে দ্রুত হেঁটে চলে যান শাহরুখ। তবে কিং খানের এই একটা ঝলকই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। আজ চেন্নাইতে 'জওয়ান'-এর একটি বিশেষ অনুষ্ঠান রয়েছে। সেখানে যোগ দেবেন শাহরুখ। তার আগে, ত্রিকূট পর্বতের বৈষ্ণদেবী মাতার মন্দিরে পুজো দিতে গেলেন শাহরুখ।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার সন্ধেয় কাটরা বেসক্যাম্পে পৌঁছন অভিনেতা। এরপর নতুন তারাকোটের রাস্তা ধরে তিনি রাত ১১.৪০ নাগাদ ত্রিকূট পর্বতের বৈষ্ণদেবী মাতার মন্দিরে পৌঁছন। তবে পুজো ও প্রার্থনা করে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। কাটাননি খুব বেশি সময়। শাহরুখের সঙ্গে এদিন খুব বেশি সহকারীও ছিলেন না।
অন্যদিকে, গতকালই মুক্তি পেয়েছে, 'জওয়ান' ছবির তৃতীয় গান 'নট রামাইয়া বাস্তাবাইয়া' (Not Ramaiya Vastavaiya)। ঝাঁ চকচকে লুকে ডান্স ফ্লোরে দেখা গেল শাহরুখ খান (Shah Rukh Khan) ও নয়নতারাকে (Nayanthara)। নাচের তালে পা মেলালেন দুই তারকা। কালো পোশাক, মাথায় এক ঝাঁক চুল, কালো চশমা, ৫৮ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এখনও মহিলাদের হার্টথ্রব শাহরুখ খান। আর অন্যদিকে লাল ড্রেসে, এলো চুলে দক্ষিণের লেডি সুপারস্টার। নেপথ্যে 'জওয়ান' ছবির থিম মিউজিক। প্রথম ঝলকেই 'সুপারহিট' গান।
অ্যাটলি পরিচালিত 'জওয়ান' ছবির তৃতীয় গান পেল মুক্তি। শাহরুখ খানের সঙ্গে পা মেলাতে দেখা গেল ছবিতে তাঁর 'লেডি টিম'কেও অর্থাৎ নজর কাড়লেন সানিয়া মলহোত্র ও অন্যান্যরা। গানে কণ্ঠ দিয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর, বিশাল দাদলানি, শিল্পা রাও। বৈভবী মার্চেন্টের কোরিওগ্রাফিতে ঝড় তুললেন প্রত্যেকে। গানে উল্লেখ মেলে শাহরুখের জনপ্রিয় গান 'ছইয়াঁ ছইয়াঁ'রও। এমনি দেখলে গানটি কোনও সেলিব্রেশনের প্রেক্ষাপটে তৈরি বলে মনে হতে পারে। প্রসঙ্গত, গানের শেষেও উল্লেখ করা হয়েছে যে আগামীকাল, ৩১ অগাস্ট মুক্তি পাচ্ছে 'জওয়ান' ছবির ট্রেলার।
আরও পড়ুন: Sandipta Sen Birthday: বাবা-মা, ভালবাসার মানুষের সঙ্গে ঘরোয়া জন্মদিন উদযাপন সন্দীপ্তার