কলকাতা: শুভেচ্ছা জানাননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। l তবে শুভেচ্ছা এল তাঁর দলের সাংসদের থেকেই। দেব (Dev)-এর থেকে। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)-র দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়ার খবরে, তাঁকে শুভেচ্ছাবার্তায় ভরালেন অভিনেতা দেব। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে দেবের উক্তি, 'এই পুরস্কারের জন্য তোমার থেকে যোগ্য আর কেউ ছিল না।' অভিনেতা সাংসদ দেব কোনোদিনই তাঁর ও মিঠুনের সম্পর্কে রাজনৈতিক রং লাগতে দেননি, বরং রাজনীতির উর্ধ্বে গিয়ে তিনি বারে বারেই দাঁড়িয়েছেন মিঠুনের পাশে। আর আজ, দলের তোয়াক্কা না করেই দেব সোশ্যাল মিডিয়ায় উষ্ণ শুভেচ্ছা জানালেন মিঠুন চক্রবর্তীকে।
একসঙ্গে 'প্রজাপতি' ছবিতে কাজ করেছেন দেব ও মিঠুন চক্রবর্তী। সেই সময় থেকেই দেবের সঙ্গে মিঠুনের ভীষণ ভাল সম্পর্ক। দেব হামেশাই বলে এসেছেন, মিঠুন তাঁর বাবার মতোই। অন্যদিকে ছোট থেকেই দেবকে চেনেন মিঠুন। ফলে দুজনের মধ্যেই ভীষণ ভাল সম্পর্ক। যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মিঠুন চক্রবর্তী, তখন তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন দেব। সুস্থতা কামনাও করেছিলেন। সেই সময়ে হাসপাতালে দেব ছাড়াও গিয়েছিলেন সোহম। সোহম অভিনেতা হলেও তিনি তৃণমূলের বিধায়ক। তবে দুজনেই গিয়েছিলেন ব্যক্তিগত সম্পর্কের খাতিরে।
আজ সোশ্যাল মিডিয়ায় মিঠুনের সঙ্গে দুটি ছবি শেয়ার করে নিয়েছেন দেব। দুটিই 'প্রজাপতি' ছবির দৃশ্য। দেব লিখেছেন, 'অনেক শুভেচ্ছা মিঠুনদা। এই পুরস্কারের জন্য তোমার চেয়ে যোগ্য আর কেউ ছিলনা। অভিনয় জগতে তোমার অসামান্য অবদান সত্যিই অতুলনীয়।' যদিও সোশ্যাল মিডিয়ায় কোনও অস্তিত্বই নেই মিঠুন চক্রবর্তীর। তিনি নিজে মোবাইল ফোনও ব্যবহার করেন না। ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়াও। তবে দেব সোশ্যাল মিডিয়াতেই মিঠুন চক্রবর্তীকে শুভেচ্ছা জানিয়েছেন। যদিও তৃণমূল দলের তরফ থেকে শুভেচ্ছা আসেনি মিঠুন চক্রবর্তীর কাছে। এই কথা সাংবাদিক সম্মেলনে নিজেই জানিয়েছেন মিঠুন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।