কলকাতা: ১০ বছরের অপেক্ষার অবসান। তারকাদের নিয়ে সংগঠিত 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)-এর বিজয়ীর গৌরব ছিনিয়ে নিয়েছে বাংলা। এই প্রথমবার। যীশু সেনগুপ্তের (Jissu Sengupta) অধিনায়কত্বে 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) এই প্রথম ট্রফি জিতল। আর আজ, 'বেঙ্গল টাইগার্স'-এর সমস্ত সদস্যকে সম্বর্ধনা দিতে তাঁর কালীঘাটের বাড়িতে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


সদ্য দুর্ঘটনার ফলে মাথায় চোট পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাথায় ব্যান্ডেজ নিয়েই টিমের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। টিমের সমস্ত সদস্যদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আলাপ করিয়ে দেন অধিনায়ক যীশুই। রাহুল মজুমদার ও সৌরভ দাসও এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য। তাঁদের সঙ্গে আলাপ করিয়ে দিতে যেতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যেই টিমের বেশ কয়েকজনের সঙ্গে আলাপ রয়েছে তাঁর। এদের মধ্যে রাহুল ও সৌরভ অন্যতম। 


এদিন যীশুর হাতে পুষ্পস্তবক তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ট্রফি তুলে দিয়ে যীশুর আবদার, 'এটা আপনার বাড়িতেই রাখব'। বাধা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'এটা টলিউডেই রাখো। এটা বাংলার জন্য। অরূপ (এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-ও), এটার যেন রক্ষণাবেক্ষণ করা হয়। আর এই ট্রফির আরও একটা রেপ্লিকা বানিয়ে দেওয়া ব্যবস্থা করা হবে। সেটা আলিপুর মিউজ়িয়ামে থাকবে চিরকালের জন্য।' মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাব শুনে হাততালি দিয়ে ওঠে সবাই। যীশু সেনগুপ্ত জানিয়েছেন, আগামী বছর ম্যাচ যাতে ইডেনে হয় সেই জন্য তৎপরতা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। বনি জানিয়েছেন, চায়ের আসরে আমন্ত্রণ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সবাই চা-মিষ্টি খাইয়েছেন, গল্পও করেছেন অনেক।


১৭ মার্চ, শিরোনামে জায়গা করে নিয়েছিলেন যীশু ও তাঁর টিম। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'। সেখানেই বাংলা থেকে খেলতে যায় 'বেঙ্গল টাইগার্স'। এই টুর্নামেন্টের ফাইনাল ছিল ১৭ মার্চ। ফাইনালে পৌঁছয় কলকাতা। তাদের বিপরীতে ছিল 'কর্ণাটক বুলডোজার', যারা দু-বারের চ্যাম্পিয়ন দল। তিরুঅনন্তপুরমের 'গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম'-এ অনুষ্ঠিত হয় অন্তিম ম্যাচ। কর্ণাটককে ১২ রানে হারায় যীশুর বাংলার দল। জ্যামি বন্দ্যোপাধ্যায়ের পারফর্ম্যান্স নজর কাড়ে এদিন। 


২০১২ সালে ডেবিউর পর এই প্রথমবার সিসিএলের ট্রফি জিতল 'বেঙ্গল টাইগার্স'। জয়ী হওয়ার পর টিম 'বেঙ্গল টাইগার্স' তাঁদের স্কিপার যীশু সেনগুপ্তকে নিয়ে প্যারাড করেন। এবারের টুর্নামেন্টে 'বেস্ট ব্যাটসম্যান অফ দ্য ফাইনাল'-এর ট্রফি পান বাংলার রাহুল মজুমদার। 'প্লেয়ার অফ দ্য ফাইনাল' হন জ্যামি বন্দ্যোপাধ্যায়। 'ম্যান অফ দ্য সিরিজ'-এর শিরোপাও পান রাহুল মজুমদার। 



আরও পড়ুন: New Web Series: অর্পণ-স্বস্তিকার সম্পর্কের মধ্যে হঠাৎ এক উড়ো চিঠি! 'বসন্ত এসে গেছে'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।