নয়াদিল্লি: জাতীয় পাখি, জাতীয় পশুর মতো এবার 'জাতীয় চামচে'রও ঘোষণা? সরকার নয়, নেটিজেনরা নিজে থেকেই এই গুরুদায়িত্ব কাঁধে নিয়ে ফেলেছেন। প্রত্যেক বাড়ির হেঁশেলে পাওয়া যায় যে লম্বা হাতলের চামচ, সেটিকেই 'জাতীয় চামচ' ঘোষণা করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই 'জাতীয় চামচ' নিয়েই এই মুহূর্তে উত্তাল নেট দুনিয়া। (National Spoon of India)


মডিউলার কিচেনের যুগে সব রান্নাঘরই আজকাল পরিপাটি। থালা,বাটি, গ্লাস সব হয় এক ধরনের, যাতে বেমানান না লাগে। ছুরি-কাঁটা দিয়ে যাঁরা খাবার খান, তাও হয় সাযুজ্যপূর্ণ। কিন্তু সাধারণ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত, প্রায় সব হেঁশেলেই একটি জিনিস থাকে, যা হল হাতলে নকশা করা লম্বা স্টিলের চামচ। এই চামচের অবতল অংশটি আকারে বেশ বড় এবং গভীর হয়। ফলে একসঙ্গে অনেকটা খাবার তোলা যায়। 



বাংলার ঘরে ঘরে তো বটেই, দেশের সর্বত্রই, প্রায় প্রত্যেক বাড়ির হেঁশেলে এই চামচ পাওয়া যায়। তাই ওই চামচকে 'জাতীয় চামচ' ঘোষণার দায়িত্ব পালন করতে দেখা গেল নেটিজেনদের। নিজেদের হেঁশেল থেকে ওই চামচের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেকেই। একজন লেখেন, 'আর কেউ? এই চামচ আর কার বাড়িতে রয়েছে'? অন্য আর এক জন লেখেন, 'কেন ভারতের সব বাড়িতে এই চামচ রয়েছে, তার রহস্যভেদ করেই ছাড়ব আমি। নিশ্চয়ই কোনও কাহিনি আছে এর নেপথ্যে'।


আরও পড়ুন: NEET Success Story: অবসরের পর নতুন করে শুরু, ডাক্তার হওয়ার স্বপ্নপূরণে ৬৪ বছরেও নিট উত্তীর্ণ জয় কিশোর



এর পরই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে তড়িঘড়ি সম্মতি জানাতে শুরু করেন বহু মানুষ। কেউ লেখেন, 'ভারতের জাতীয় চামচ। প্রত্যেক বাড়িতেই আছে'। আরও একজন লেখেন, 'হতে পারে মণিহারি পণ্যের সঙ্গে এসেছিল প্রথম। আমাদের বাড়িতেই তিন-চারটি রয়েছে। কোন জিনিসের সঙ্গে এসেছিল মনে পড়ছে না, তবে নয়ের দশকে আমদানি হয়ে থাকবে। মাকে জিজ্ঞেস করে দেখতে হবে'। চা এবং সাবানের সঙ্গেই ওই চামচ বাড়িতে এসে থাকবে বলে অনুমান কারও কারও।