কলকাতা: অবশেষে মুক্তির আলো দেখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-র স্বপ্নের প্রকল্প 'কন্যাশ্রী' নিয়ে তৈরি ছবি 'সুকন্যা'। এই ছবিটি তৈরি হয়েছিল দীর্ঘদিন আগেই। অবশেষে ছবিটি মুক্তি পাচ্ছে ১৫ নভেম্বর। এই ছবির কাস্টিংয়েও রয়েছে চমক। উজ্জ্বল মিত্র পরিচালিত এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে কনীনিকা বন্দ্যোপাধ্যায় (Koneenika Banerjee)-কে। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ডঃ শান্তনু সেন (Dr. Santanu Sen )-কে। এছাড়াও এই ছবিতে অভিনয় করছেন, সঞ্জীব সরকার, পুষ্পিতা মুখোপাধ্যায়, দেবরঞ্জন নাগ, খরাজ মুখোপাধ্যায়, বরুণ চক্রবর্তী, দেবাশীষ গঙ্গোপাধ্যায়, পুনম দত্ত, শ্রেষ্ঠা ঘোষ ও অন্যান্যরা। 


ছবির গল্প কিছুটা এমন, গোপালপুর গ্রামের এক গরীব মেয়ে, নাম দুর্গা। তার বয়স যখন মাত্র ১০ বছর, তখন রাজ্য সরকার নির্দেশ দেয় গোপালপুর গ্রামের সমস্ত জমি অধিগ্রহণ করার জন্য কারণ সেখানে একটি বাইক কারখানা হবে। অনেক কৃষকেরা রাজি ছিল না তাদের জমি এই কারখানায় দিয়ে দিতে। সরকারের সঙ্গে গরীব চাষীদের লড়াইয়ের কথা সেই সময়ে জায়গা করে নিল সংবাদ মাধ্যমগুলির একেবারে শিরোনামে। খবরের কাগজে সেই সময়ে শুধুই গোপালপুর গ্রামের নাম। 


এই পরিস্থিতিতে দুর্গার মা জয়া, দুর্গার একটু ভাল পড়াশোনার জন্য তাকে নিয়ে কলকাতায় চলে আসে। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। আর্থিক স্বচ্ছলতা না থাকার কারণে দুর্গা পড়াশোনা চালাতে পারে না। ইতিমধ্যেই পুরনো সরকারের পতন হয় ও নতুন সরকার গড়ে ওঠে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মায়া চট্টোপাধ্যায়। তিনি রাজ্যের সমস্ত গরীব কন্যাসন্তানদের লেখাপড়া করানোর জন্য ঘোষণা করে 'সুকন্যা' যোজনা। আর এই 'সুকন্যা' যোজনায় পড়াশোনা করেই দুর্গা বড় হয়। একজন আইপিএস অফিসার হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী মায়া চট্টোপাধ্যায় প্রথম 'সুকন্যা' হিসেবে দুর্গাকে শুভেচ্ছা জানান।


বর্তমানে ছোটপর্দায় 'রান্নাঘর' এর সঞ্চালনা করছেন কনীনিকা। নতুন নতুন এই শো সঞ্চালনার দায়িত্ব পেয়েছেন তিনি। এখনও পর্যন্ত দর্শকদের বেশ ভালই প্রতিক্রিয়া পাচ্ছেন কনীনিকা। তবে এবার পর্দায় নতুন ভূমিকায় তাঁকে দেখবেন দর্শকেরা। এখন অপেক্ষা কেবল ১৫ নভেম্বরের।


আরও পড়ুন: Amitabh Bachchan: অভিষেক-ঐশ্বর্য্যের বিচ্ছেদ কি পাকা? এই প্রথম এবিষয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।