আবির দত্ত, কলকাতা: কলকাতায় জঙ্গি হানা হলে, কীভাবে মোকাবিলা করতে হবে সাতসকালে তার মহড়া চলল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে। NSG কমান্ডোদের পাশাপাশি, মক ড্রিলে অংশ নেয় সেনা, নৌ সেনা ও CISF জওয়ানরা।
মহড়া চলল ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে: এদিন সকালে একটি মহড়ার আয়োজন করা হয়। পরিস্থিতি তৈরি করা হয়। মনে করা হচ্ছে মর্নিং ওয়াকের সময় তিন থেকে চারজন জঙ্গি দেওয়াল ভেঙে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকে গিয়েছে। যাঁরা মর্নিং ওয়াকে এসেছেন এমন বেশ কয়েকজনকে অপহরণ করা হয়েছে। সেই পরিস্থিতিতে খবর আসার সঙ্গে সঙ্গে কী করে ফোর্স মুভমেন্ট করবে কী ব্য়বস্থা নেবে সেই বিষয়টাই নির্দিষ্ট সময়ের মধ্যেই করা হচ্ছে। CISF, সেনা, নৌ সেনা সহ NSG জওয়ান এবং অফিসাররা অংশ নেন এই মহড়ায়। বাইরে থেকে ঘিরে ফেলা হয় ভিক্টোরিয়া চত্বর। মহড়ায় দেখানো হয়, অপহরণ যাঁদের করা হয়েছে কীভাবে তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে বের করে আনা যায়। মক ড্রিলের মাধ্যমে আরও দেখানো হয়, জঙ্গি কার্যকলাপ যাতে কোনওভাবেই সফল না হয় তা কীভাবে নিশ্চিত করা যাবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Mamata Banerjee: ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী