কলকাতা: তিনি বারে বারেই উঠে এসেছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। কখনও সাহসী অভিনয়, কখনও মাদককাণ্ডে নাম জড়ানো থেকে শুরু করে হঠাৎ কুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করা। বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে মমতা কুলকার্নি। সন্ন্যাস নেওয়ার পরে যাঁর নতুন নামকরণ হয়েছে মমতা নন্দগিরি। আর এবার, জনপ্রিয় শো 'আপ কি আদালত'-এ এলেন মমতা। সেখানে একে প্রশ্নবাণের মুখে পড়ে কী বললেন তিনি? তারই একটি ঝলক এল প্রকাশ্যে।
সম্প্রতি 'আপ কি আদালত'-এ এসেছেন মমতা কুলকর্নি। সেই পর্বটি এখনও সম্প্রচারিত হয়নি। তবে প্রকাশ্যে এসেছে সেই পর্বের একটি ঝলক। সেখানে সঞ্চালক তাঁকে প্রশ্ন করছেন, 'যাঁরা সন্ন্যাস নেন, তাঁদের সম্পর্কে একটা ধারণা থাকে, তাঁরা বেদ ও শাস্ত্র পড়ে এসেছেন। কিন্তু মমতা কুলকর্ণি সম্পর্কে এই ধরণের কিছু দেখা যায় না। এই কথা শুনে মমতা কুলকর্নি জোরে জোরে মন্ত্রচ্চারণ করা শুরু করে দেন। বেশ কিছুটা মন্ত্রচারণের পরেই হাততালিতে ভরে যায় গোটা হল। মমতা কুলকর্ণি তখন বলেন, তিনি কিছু প্রমাণ করার জন্য প্রকাশ করতে চান না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ক্লিপিংসটি।
প্রসঙ্গত, সদ্যই কিন্নর আখড়া থেকে বহিষ্কৃত হয়েছেন মমতা কুলকার্নি। কিন্নড় আখড়ার প্রতিষ্ঠাতা ঋষি অজয় দাস কারণ জানাতে গিয়ে বলেছেন, তিনি বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত মমতা কুলকার্নিকে তাঁর অজান্তেই আখড়ায় অন্তর্ভুক্ত করেছিলেন। শুধু তাই নয় তাঁকে মহামণ্ডলেশ্বর হিসেবে মনোনীত করেছিলেন।
তবে কেবল সন্ন্যাস নেওয়া নয়, এর আগেও একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল মমতার। একদা বলিউডের হার্টথ্রব, অভিনেত্রী মমতা কুলকার্নি ও তাঁর স্বামী ভিকি গোস্বামীকে আন্তর্জাতিক মাদক পাচার চক্র চালানোর অভিযোগে কেনিয়ায় আটক করা হয়েছিল। ২০১৪ সালে মাদক পাচারের অভিযোগে কেনিয়া পুলিশের হাতে ধরা পড়েন মমতা কুলকার্নি এবং তাঁর স্বামী ভিকি। ২০১৬ সালের অগাস্টে মাদক মামলায় মমতা কুলকার্নির ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল মুম্বই পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছিল মমতা কুলকার্নির নামে গুজরাত, মুম্বই ও সংলগ্ন এলাকায় ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯০ লক্ষ টাকা রয়েছে। মাদক মামলায় সেই অ্যাকাউন্টগুলিই ফ্রিজ করে পুলিশ। অভিযোগ ওঠে, আন্তর্জাতিক মাদক চক্রের কিংপিন ভিকি গোস্বামীর সঙ্গে মাদক কারবারে প্রত্যক্ষভাবে জড়িত মমতা কুলকার্নি। ২০১৬ তে মহারাষ্ট্রের থানের কাছে তল্লাশি চালিয়ে ২ হাজার কোটি টাকার মাদক তৈরির কাঁচামাল উদ্ধার হয়। পুলিশ সূত্রে দাবি, ঘটনায় ধৃতদের জেরা করে ভিকি গোস্বামী ও মমতা কুলকার্নির নাম উঠে এসেছিল। যদিও কেনিয়া থেকে এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করে দেন মমতা কুলকার্নি।