কলকাতা: মনের কথা বলা কি খুব কঠিন? নাকি মনের মতো মানুষ পেলে বলে ফেলা যায় সবকিছু? কিন্তু সেই মনের মানুষটি যে পরিবারেই হবে, এমন তো নাও হতে পারে! হয়তো সে কোনও বন্ধু, যে মনের হদিশ বোঝে, বাড়ির লোকের চেয়ে অনেকটা বেশি। এমনই এক গল্পকে ছোটপর্দায় নিয়ে আসছে ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'। ধারাবাহিকের মুখ্যচরিত্রে দেখা যাবে মানালি দে (Manali Dey)।
ধারাবাহিকে মানালির চরিত্রের নাম শিমুল। ফের নতুন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেত্রীকে। ধারাবাহিকের নাম, 'কার কাছে কই মনের কথা' (Kar Kache Koi Moner Kotha)। নিজের চরিত্র ও ধারাবাহিক নিয়ে মানালি বলছেন, 'শিমুলের সঙ্গে আপনাদের ইতিমধ্যেই আলাপ হয়ে গিয়েছে। ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে, আপনাদের ভালো ও লেগেছে। আর কোন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এলে অবশ্যই আমাদের দায়িত্বও বেড়ে যায়। প্রোমোতে গল্পের যেটুকু দেখা গিয়েছে, সেটা হল শিমুল শ্বশুরবাড়ি গিয়ে মনের কথা বলার কাউকে খুঁজে পাচ্ছে না। কিন্তু কিছুদিন যেতেই সে তার শ্বশুড়বাড়ির পাড়ায় এমন কিছু বন্ধু রয়েছে যাদের সঙ্গে সে মনের কথা বলতে পারে। তাদের নিজেদেরও আলাদা আলাদা গল্প রয়েছে। কার মনে কী কী কথা লুকিয়ে আছে, যা জানতে ধারাবাহিকে চোখ রাখতে হবে।'
এখানেই থামলেন না মানালি। বললেন, 'মনের কথা বলাটা ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা আমাদের বাড়ির লোকেদের মনের কথা খুলে বলতে পারি না। তখন হাত বাড়িয়ে দেয় বন্ধুরাই। বন্ধুদের মনের কথা বলতে পারলে, এই ডিপ্রেশন বা মনখারাপের মতো শব্দগুলো জীবনে আর জায়গা পায় না। মনের কথা মনে চেপে রেখে দেওয়া তো ভাল না।'
এই ধারাবাহিক শুরুর আগে, লেক কালীবাড়িতে পুজো দিতে গিয়েছিলেন এই ধারাবাহিকের পাঁচ মুখ্যচরিত্র। স্নেহা, মানালি দে (Manali Dey), বাসবদত্তা চট্টোপাধ্যায় (Bashabdutta Chatterjee), কুয়াশা বিশ্বাস (Kuasha Biswas) ও সৃজনী মিত্র (Srijani Mitra)-রা। ধারাবাহিকের শ্যুটিং চলছে জোরকদমে। আর তার মধ্যেই পুজো দিয়ে ভগবানের আশীর্বাদ নিলেন এই ৫ অভিনেত্রী। এছাড়াও এই ধারাবাহিকে রয়েছেন রীতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)- ছাড়াও একাধিক পরিচিত মুখেরা।
আরও পড়ুন: Anurag Basu: কলকাতায় শ্যুটিং, থাকছেন শাশ্বত, দর্শনা, কবে মুক্তি পাচ্ছে অনুরাগের 'মেট্রো...ইন দিনো'?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন