কলকাতা: নতুন জীবন শুরু করলেন অভিনেতা প্রতীক বব্বর (Prateik Babbar)। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে ছিলেন প্রতীক। সোশ্যাল মিডিয়ায় হামেশাই প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার করে নিতেন প্রতীক। অবশেষে সেই প্রেমিকার গলায় মালা দিলেন প্রতীক। তাঁর প্রেমিকার নাম প্রিয়া বন্দ্য়োপাধ্যায়। আজ সোশ্যাল মিডিয়ায় স্বপ্নের মতো সুন্দর বিয়ের ছবি শেয়ার করে নিয়েছেন প্রতীক।


সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে নিয়ে প্রতীক লিখেছেন, 'আমি প্রতিটা জন্মেই তোমায় বিয়ে করতে চাইব'। জানা যাচ্ছে, ঘনিষ্ঠদের নিয়ে, খুব ছোট করেই বিয়ের অনুষ্ঠান করেছেন প্রতীক ও প্রিয়া। হাজির ছিলেন তাঁদের পরিবারের ও বন্ধুদের মুষ্ঠিমেয় কিছু মানুষ। বান্দ্রায় প্রয়াত স্মিতা পাতিলের বাড়িতে বিয়ের অনুষ্ঠান সেরেছেন প্রতীক আর প্রিয়া। সোশ্যাল মিডিয়ায় যে ছবিগুলি দেখা গিয়েছে, তার প্রত্যেকটা ছবিতেই ভীষণ আবেগপ্রবণ দেখাচ্ছে প্রতীককে। কখনও তিনি স্ত্রীয়ের কাঁধে মাথা রেখেছেন, কখনও আবার বসে রয়েছেন মায়ের ছবির সামনে কখনও আবার স্ত্রীকে চুম্বন করছেন। পাশাপাশি প্রিয়াও যেন আগলে রেখেছেন প্রতীককে। 


বিশেষ দিনের জন্য প্রিয়া ও প্রতীক বেছে নিয়েছিলেন তরুণ তাহিলিয়ানির পোশাক। আইভরি আর সোনালি লেহঙ্গায় ঝলমল করছিলেন প্রিয়া। গোটা লেহঙ্গায় সুতোর সূক্ষ কাজে ফুটিয়ে তোলা হয়েছিল ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিকগুলিকে। মাথায় করসেটের ওড়না দিয়েছিলেন প্রিয়া। কুন্দন আর পান্নার গয়না পরেছিলেন প্রিয়া। মাথায় ছিল টিকলি। ভারি নেকলেস আর কানের দুলে সাজ সম্পূর্ণ করেছিলেন তিনি। খুব হালকা ও অল্প ছিল রূপটান। 


অন্যদিকে প্রতীক স্ত্রীয়ের পোশাকের সঙ্গে রং মিলিয়ে একটি সামনে খোলা শেরওয়ানি পরেছিলেন। একটি শার্ট আর ধুতির সেট দিয়ে শোরওয়ানিটি পরেছিলেন প্রতীক। একটি মুক্তোর নেকপিস পরেছিলেন প্রতীক। বর কনের পোশাকের রঙের সঙ্গে মিলিয়েই সাজানো হয়েছিল বিয়ের আসর। আইভরি আর সাদা রঙেই সাজিয়ে তোলা হয়েছিল বিয়ের আসর। সঙ্গে সাদা ফুল আর সবুজ পাতার মেলবন্ধন গোটা বিবাহ বাসরে একটা স্বপ্নের মতো সুন্দর আমেজ এনেছিল।


 






আরও পড়ুন: Kanchan-Sreemoyee: প্রেমদিবসে শ্রীময়ীর উপহার বিয়ের ছবি দেওয়া চকোলেট, কী দিলেন কাঞ্চন?