কলকাতা: পারফরমেন্স ভালো লাগলেই, ভারি পোশাক সামনে, জিনিস সরিয়ে টেবিলে উঠে পড়ছেন বিচারক! তারপর প্রশংসার বন্যা। টিভির পর্দায় এই দৃশ্য ৮ মাস ধরে দেখে অভ্যস্থ হয়ে পড়েছিলেন দর্শক। আর নিয়ম করে সেটে গিয়ে ছোটদের সঙ্গে মিশে যাওয়া অভ্যাস হয়ে গিয়েছিল মনামী ঘোষের। তাঁর টেবিলে ওঠা দেখে শ্যুটিংয়ে মজার কান্ড ঘটিয়েছিলেন রেমো ডি'সুজা।
গ্র্যান্ড ফিনালের শ্যুটিং-এর জন্য স্টার জলসার 'ডান্স ডান্স জুনিয়ার'- এর সেটে এসেছিলেন রেমো ডি সুজা, সানি লিওনি, ও হেলেন। সঙ্গে যথারীতি উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী, দেব, ও মনামী ঘোষ। কেমন ছিল গ্র্যান্ড ফিনালের শ্যুটিং-এর অভিজ্ঞতা? সাংবাদিক সম্মেলনে মনামী বলছেন, 'আমি কোনও পারফরমেন্স ভালো লাগলে টেবিলে উঠে প্রশংসা করি। আমার নিজের থেকে ভারি একটা কস্টিউম থাকে। তার ওপর সব জিনিস সরিয়ে টেবিলে ওঠাটা একটা কাণ্ড! আমার পাশেই বসেছিলেন রেমোজী। প্রথমবার উনি লক্ষ করলেন আমি কীভাবে স্টেজে উঠলাম। তারপর দ্বিতীয়বার যখন টেবিলে উঠতে যাব, রেমোজী বলে উঠলেন, আমি জানি আমায় কী করতে হবে। বলেই টেবিলের ওপর থেকে সমস্ত জিনিস সরিয়ে আমায় জায়গা করে দিলেন নিজেই। সাহায্য করলেন টেবিলে উঠতেও। সে এক মজার অভিজ্ঞতা।'
মনামী নাচ ভালোবাসেন। আর রেমো জগতের এক অন্যতম নাম। ক্যামেরার বাইরে কী কথা হল রেমোর সঙ্গে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে মনামী বলছেন, 'খুব কম সময়ে শ্যুটিং করেছি। কাজের বাইরে তেমন কথা হওয়ার সুযোগ হয়নি। তবে রেমোজি ভীষণ বিনয়ী। এত বড় একজন মানুষ কিন্তু কী অনায়াসে মিশে যেতে পারেন সবার সঙ্গে।'
কেবল রেমো নয়, উপস্থিত ছিলেন সানি লিওনি ও হেলেনও। সবার সঙ্গে ধুনুচি নাচ করে আপ্লুত মনামী। বলছেন, 'হেলেনজীর পায়ে একটু সমস্যা ছিল। তাও উনি পাল্লা দিয়ে নাচ করলেন আমাদের সঙ্গে। হেলেনজী আমায় প্রশ্ন করলেন, কতদিন কাজ করছি? এতদিন ধরে আমি কাজের সঙ্গে যুক্ত আছি জেনে উনি অবাক। শেষে আমায় আশীর্বাদ করে বললেন, 'তুমি এমনই সুন্দর থাকো'। আর সানি লিওনিও অসাধারণ। এই যাত্রাটা কখনও ভুলব না।'