মুম্বই: অয়ন মুখোপাধ্যায়, বলিউডের অন্যতম সফল পরিচালক। তাঁর আজ জন্মদিন, পা দিলেন ৩৮ বছরে। তাঁর কাজের ভক্ত তো সকলেই, তবে তাঁর ব্যক্তিত্বও চোখে পড়ার মতো। খুব কম বয়সেই তাঁর কাজের মাধ্যমে নজর কাড়তে শুরু করেন অয়ন। মাত্র ২৬ বছর বয়সে পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। 


১৯৮৩ সালের ১৫ অগাস্ট কলকাতার এক বিশেষ পরিবারের জন্মগ্রহণ করেন অয়ন মুখোপাধ্যায়। অবাক শুনতে লাগলেও নিজের দুটি পরিচালিত ছবি  দিয়েই বাজিমাত করেন তিনি। এই প্রতিভাবান পরিচালকের জন্মদিনে তাঁকে আরও একটু ভাল ভাবে চেনা যাক।


অয়ন মুখোপাধ্যায়ের ঠাকুমা ছিলেন শান্তিদেবী মুখোপাধ্যায়। তিনি আসলে 'দ্য লেজেন্ড' কিশোর কুমারের বোন। অর্থাৎ তিনি অশোক কুমার, অনুপ কুমারের একমাত্র বোন।


অয়ন এক বাঙালি-মারাঠি পরিবারে, অর্থাৎ  মুখোপাধ্যায়-সামার্থা পরিবারে জন্ম নেন।


অমৃত দেবী ও দেব মুখোপাধ্যায়ের সন্তান অয়ন মুখোপাধ্যায়। জন্মসূত্রে অয়ন বলিউডের অন্যতম প্রভাবশালী পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত। এছাড়া তাঁর বাবা বাংলা ও হিন্দি ছবির জন্য বেশ পরিচিত।


তাঁর ঠাকুর্দা শশধর মুখোপাধ্যায় ১৯৩০ দশকের একজন বিখ্যাত হিন্দি ছবি প্রযোজক। মুম্বইয়ের ফিল্মিস্তান স্টুডিওর প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন তিনি।


তাঁর বাবা দেব মুখোপাধ্যায়ের ভাই হলেন জয় মুখোপাধ্যায় যিনি ১৯৬০-এর দশকের বিখ্যাত অভিনেতা। অপর এক ভাই হলেন সোমু মুখোপাধ্যায়, তিনি একজন বিখ্যাত পরিচালক, লেখক, প্রযোজক এবং বিখ্যাত অভিনেত্রী তনুজার স্বামী।


বলি অভিনেত্রী কাজল, তানিশা, রানি মুখোপাধ্যায় হলেন অয়নের বোন।


কিং খান অভিনীত 'স্বদেশ' ছবিতে আশুতোষ গোয়ারিকরের সঙ্গে মিলিত ভাবে স্ক্রিপ্ট লেখেন অয়ন। তিনি ওই ছবির সহ-পরিচালকও বটে। কর্ণ জোহরের 'কভি অলবিদা না কহনা' ছবিরও সহ-পরিচালক ছিলেন তিনি।


এখনও পর্যন্ত অয়ন মুখোপাধ্যায় দুটি ছবি পরিচালনা করেছেন। একটি কঙ্কনা সেনশর্মা ও রণবীর কপূর অভিনীত 'ওয়েক আপ সিড'। ২০০৯ সালে এই ছবির মাধ্যমেই তিনি পরিচালনায় পা রাখেন। এই ছবির জন্য বেস্ট ডেবিউ ডিরেক্টর হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান তিনি। 'ওয়েক আপ সিড'-এর ঝকঝকে নতুন কনসেপ্ট সকলের খুব পছন্দ হয়েছিল।


তাঁর পরিচালিত পরবর্তী ছবি ২০১৩ সালে মুক্তি পাওয়া বিখ্যাত 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'। ছবিতে অভিনয় করেছিলেন রণবীর কপূর, দিপীকা পাড়ুকোন, কল্কি কোয়েচলিন ও আদিত্য রায় কপূর। প্রবল পরিমাণে প্রশংসিত হয় এই ছবিটি। ৫৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সর্বাধিক মনোনয়ন পায় এই ছবিটি।