ধূমপানরত অবস্থায় নাচের ভিডিও পোস্ট করে ট্রোলড মান্ডানা করিমি! কী উপদেশ দিলেন নেটিজেনরা দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2018 02:04 PM (IST)
মুম্বই: প্রাক্তন বিগ বস প্রতিযোগী মান্ডানা করিমি ফের এলেন খবরের শিরোনামে, তবে এবার সম্পূর্ণ ভুল কারণে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন মান্ডানা। সেখানে দেখা যায় বন্ধুদের সঙ্গে পার্টি করছেন তিনি। ধূমপান করতে করতে নাচ করতে দেখা যায় মান্ডানাকে। ছবিটি পোস্ট করে প্রাক্তন বিগ বস প্রতিযোগী মন্তব্য করেন, সারা রাত পার্টি, সারাদিন ঘুম, সেটাই উইকএন্ড। ভিডিও পোস্ট করার সেকেন্ডের মধ্যে মান্ডানাকে ট্রোল করা শুরু হয়। নেটিজেনরা মান্ডানাকে কী জ্ঞান দিল দেখুন....