মুম্বই: প্রয়াত হলেন বলিউড অভিনেত্রী মন্দিরা বেদির স্বামী রাজ কৌশল। আজ ভোরে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে। পরিবারের এক ঘনিষ্ঠ রাজ কৌশলের মৃত্যুর খবর জানিয়েছেন। আজ ভোর সাড়ে চারটে নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন রাজ কৌশল। চিকিৎসকদের কোনও রকম সাহায্য নেওয়ার আগেই রাজ কৌশলের মৃত্যু হয় বলে জানা গেছে। 


রাজ কৌশল ও মন্দিরা বেদির দুই সন্তান রয়েছে। রাজ কৌশল প্রযোজক ও পরিচালক ছিলেন। অভিনেতা হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রাজ। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে।


রাজ কৌশল তাঁর কেরিয়া প্যায়ার মে কভি কভি, শাদি কা লাড্ডু, অ্যান্টনি কৌন হ্যায়-এই তিনটি সিনেমা পরিচালনা করেন। মন্দিরা বেদি ও রাজ কৌশলের প্রথম সাক্ষাৎ হয়েছিলেন  মুকুল আনন্দের বাড়িতে। মন্দিরা বেদি সেখানে অডিশন দিতে এসেছিলেন।রাজ মুকুল আনন্দের সহকারী হিসেবে কাজ করছিলেন। এখান থেকেই একে অপরের প্রেমে পড়েন তাঁরা। তারপর তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।


১৯৯৯ –এর ১৪ ফেব্রুয়ারি মন্দিরা বেদি ও রাজ কৌশলের বিয়ে হয়। মন্দিরার বাবা-মা তাঁর বিয়ে এক চলচ্চিত্র পরিচালকের সঙ্গে দিতে চেয়েছিলেন। কিন্তু রাজ কৌশল ও মন্দিরা বেদির প্রেমের সামনে সমস্ত বাধাই দূর হয়ে যায়। ২০১১-র ২৭ জানুয়ারি মন্দিরা ও রাজ কৌশলের প্রথম সন্তান হয়। এরপর ২০২০-র অক্টোবরে তাঁরা চার বছরের এক শিশুকে দত্তক নিয়েছিলেন।


মুম্বইয়ের দাদরের শিবাজী পার্কে প্রয়াত চলচ্চিত্র নির্মাতার শেষকৃত্য সম্পন্ন হয়। কান্নায় ভেঙে পড়েন মন্দিরা বেদি। চোখের জলে স্বামীকে চিরবিদায় জানালেন তিনি। 


রাজ কৌশলের অকাল প্রয়াণের সংবাদ পেয়ে ছুটে আসেন আশীষ চৌধুরী ও রোহিত বোস রয়ের মতো তারকারা। কান্নায় ভেঙে পড়া মন্দিরা বেদিকে সান্ত্বনা জানান রোহিত, শিল্পা সোলাঙ্কি, অপূর্ব অগ্নিহোত্রী, হুমা কুরেশি, ,সমীর সোনিরা। 


কপিরাইটার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রাজ কৌশল। পরে তিনি সিনেমা পরিচালনা ও প্রযোজনাও করেন।দীর্ঘ দুই দশকের কেরিয়ারে অনেক অ্যাড ফিল্মও করেছেন তিনি। বিভিন্ন প্রথমসারির ব্র্যান্ডের জন্য কমার্শিয়ালের পরিচালনা করেছেন। মাত্র ৪৯ বছর বয়সে চলে গেলেন তিনি।