বয়স ৪৫! মন্দিরা বেদীর এই ছবি দেখলে কে বলবে...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 May 2017 10:34 PM (IST)
1
সব ছবি মন্দিরার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সৌজন্যে।
2
ইনস্টাগ্রামে প্রায় ২ হাজারের বেশি ছবি পোস্ট করেছেন মন্দিরা।
3
ইনস্টাগ্রামে মন্দিরার ফলোয়ার সংখ্যা প্রায় ২,৬৮ হাজার।
4
এর পাশাপাশি, ক্রিকেট ধারাভাষ্যকার থেকে ফিটনেস বিশেষজ্ঞ-- সব ভূমিকাতেই দেখা গিয়েছে তাঁকে।
5
দূরদর্শনের টিভি সিরিজ ‘শান্তি’-র জন্য ঘরে ঘরে পরিচিত নাম মন্দিরা।
6
মন্দিরা ঘুরতে ভীষণই ভালবাসেন। আর সেই স্মরণীয় মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন।
7
সোশ্যাল মিডিয়ায় ভীষণই সক্রিয় মন্দিরা। তাঁর ছবি বহু লোক পছন্দ করেন।
8
গত ১৫ এপ্রিল মন্দিরা ৪৫ বছর পূর্ণ করেছেন।
9
সাম্প্রতিক এই ছবি পোস্ট করে মন্দিরা বেদী জানান, গোটা পৃথিবীতে এটাই তাঁর সবচেয়ে পছন্দের জায়গা।