মুম্বই: দেশগঠনের অর্ধেক-আকাশ জুড়ে ক্রমশ উজ্জ্বল হয়ে উঠছে নারীশক্তি। বিরতিহীন সবথেকে লম্বা উড়ান সফর হোক বা প্রজাতন্ত্র দিবসে দেশের শৌর্য প্রদর্শনে অগ্রণী ভূমিকা, সবেতেই নারীশক্তির জয়গান। আর দেশগঠনে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকাকে কুর্নিশ করেছেন খোদ নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে যে বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে তাঁর সুরে সুর মিলিয়েছেন দীপিকা পাড়ুকোন, করিনা কপূর খানরা। সোশ্যাল মিডিয়ার খোলামঞ্চে নারীশক্তির সমর্থনে বার্তাও দিয়েছেন তাঁরা।


বছরের প্রথম মন কি বাত অনুষ্ঠানে বক্তব্য রাখার মাঝে দেশগঠনে মহিলাদের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর মনের কথার ৭৩তম পর্বে তিনি বিরতিহীন ১৬০০ কিলোমিটার বিমানযাত্রার অনন্য কৃতিত্বের প্রসঙ্গ টানেন। কিছুদিন আগেই এয়ার ইন্ডিয়ার মহিলা পাইলেটদের একটি দল উত্তরমেরুর উপর দিয়ে বিমান উড়িয়ে সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে সোজা এসে থেমেছিলেন বেঙ্গালুরুতে। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসে এবারই প্রথমবার যুদ্ধবিমান উড়িয়েছিলেন বায়ুসেনার মহিলা ক্যাপ্টেনরা।

ভারতীয় মহিলা পাইলটদের যে কীর্তির নিশান সোশ্যাল মিডিয়ায় রেখে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী। বার্তা দিয়েছিলেন, ‘নারীশক্তিকে কুর্নিশ জানায় ভারত।’ যে টুইটটি রিটুইট করে তাঁর সমর্থন জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। রিটুইটের মাঝে তিনি মহাত্মা গাঁধীর বার্তা উল্লেখ করে লিখেছেন, ‘যে বদলটা বিশ্বে দেখতে চাও, সেটা নিজে হয়ে দেখাও।’ তার সঙ্গে দীপিকা জুড়েছেন, ‘কথাগুলো কতটা সত্যি এই বীরাঙ্গনা ও বিশ্বের সমস্ত মহিলাদের জন্য।’ যেখানে তিনি প্রধানমন্ত্রীর অফিসকে ট্যাগ করে মন কি বাত হ্যাশট্যাগও জুড়েছেন।



দীপিকার মতোই নারীশক্তির জয়গান করিনা কপূর খানের গলাতেও। তিনি ইনস্টাগ্রামে দিয়েছেন বিশেষ বার্তা। করিনা লেখেন, ‘বিরতিহীন বাণিজ্যিক বিমান ওড়ানো থেকে প্রজাতন্ত্র দিবসের কুচকায়াজে অংশগ্রহণ, মহিলাদের অংশগ্রহণ সব জায়গায়। দেশ কি বেটিরা আজেকর দিনে ভয়ডরহীন, দেশগঠনের কাজ কাঁধে কাঁধ মিলিয়ে করছে তারা।’ করিনাও তাঁর বার্তার সঙ্গে প্রধানমন্ত্রীর অফিস ও মন কি বাত হ্যাশট্যাগে জুড়েছেন। তিনি তাঁর বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগও করেছেন।