কলকাতা: সবুজ দিগন্তে পাশাপাশি দাঁড়িয়ে দুই নারী-পুুরুষ। কাঁটাতারের বেড়া বেরিয়ে একটা কাঠের দরজা। সেই দরজা খুলে যেন কোনও অবাক সৌন্দ্যর্য্য দেখছেন তাঁরা। মুগ্ধ। মোহিত। পুরুষের পোশাকে কাঁচা হলুদ রঙ। মেয়েটির পোশাক আগুনরঙা ও লাল। সঙ্গে সবুজের মিশেল। ঝলমলে এই ছবির ওপর দেখা সিনেমার নাম, 'মানবজমিন'। 


কলমের সঙ্গে সঙ্গে যে শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandhopadhay) হাতে তুলে নিয়েছেন ক্যামেরা, একথা এখন অজানা নয় কারও। তাঁর প্রথম ছবির নাম মানবজমিন (Manob Jamin)। ছবির মুখ্যভূমিকায় রয়েছেন, পরমব্রত চট্টোপাধ্য়ায় (Parambrata Chatterjee), প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) ও পরাণ বন্দ্যোপাধ্যায় (Paran Banerjee)। ছবিটি প্রযোজনা করছেন রাণা সরকার (Rana Sarkar)।


আরও পড়ুন: Arindam Sil Exclusive: 'মাঝরাতে বাড়িতে এসে ফিসফ্রাই খাওয়ার আবদার করতেন তরুণ কুমার'


কম সমস্যা পেরোতে হয়নি এই ছবিকে। বিভিন্ন কারণে ছবির শ্যুটিং পিছিয়ে গিয়েছে একাধিকবার। অন্যদিকে এই ছবির শ্যুটিং শুরুর আগেই অন্য একটি সিরিজের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনা ঘটে নায়িকা প্রিয়ঙ্কার। পায়ে গুরুতর আঘাত লাগে তাঁর। প্রায় ২ মাস শয্যাশায়ী ছিলেন প্রিয়ঙ্কা। সেরে উঠে ফের ছবির শ্যুটিং শুরু করেন। 


আজ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া প্রথম পোস্টার দেখে বুঝে নিতে অসুবিধা হয় না, ছবির সেই নারী-পুরুষ পরমব্রত আর প্রিয়ঙ্কাই। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে নিয়েছেন পরিচালক প্রযোজক থেকে শুরু করে কলাকুশলীরাও।