মুম্বই: দিল্লির হাসপাতালে ভর্তি করা হল বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবাকে। কেরলে নিজের আগামী ছবির শ্যুটিং সারছিলেন অভিনেতা। তবে বাবার অসুস্থার খবর পেয়ে তৎক্ষনাৎ দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। এই কারণে আপাতত সেই ছবির শ্যুটিং স্থগিত রাখা হয়েছে কিছুদিনের জন্য।
এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, 'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেতার বাবার অবস্থা বেশ সঙ্কটজনক। যদিও অভিনেতার তরফে তাঁর বাবার স্বাস্থ্য সম্পর্কিত কোনও তথ্য জানানো হয়নি। এর আগে এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন, তাঁর বাবাই তাঁকে পড়াশোনা শেষ করে তারপর সিনে দুনিয়ায় পা রাখার অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
অভিনেতা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে ২০১২ সালে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তার ক্যাপশনে লিখেছিলেন 'আমার গ্রেট বাবা। ওঁর রান্না করা দুর্দান্ত মাটন নিয়ে আলোচনা করছিলাম। ইয়ামইয়াম।'
সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের 'ডায়াল ১০০'-তে মনোজ বাজপেয়ীকে দেখা গেছে। সেখানে অভিনয়ে ছিলেন নীনা গুপ্তা, সাক্ষী তনওয়ার ও অনেকে। এছাড়া মনোজের 'কুরূপ' ও 'ডেসপ্যাচ' নামক দুটি ছবি আসতে চলেছে। মালয়লম ক্রাইম থ্রিলার 'কুরূপ' ছবিতে দলকির সলমান, ইন্দ্রজিৎ সুকুমারনের সঙ্গে কাজ করবেন তিনি।
মনোজ বাজপেয়ী সম্প্রতি 'আলিগড়' ওয়েব সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য ছেলেদের মধ্যে 'বেস্ট পারফরম্যান্স' পুরস্কার পেয়েছেন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন অ্যাওয়ার্ডস ২০২১-এ।
রুপোলি পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও বেশ জনপ্রিয় একটি নাম মনোজ বাজপেয়ী। 'সাইলেন্স... ক্যান ইউ হিয়ার ইট?', 'রে', 'দ্য ফ্যামিলি ম্যান টু' এবং 'ডায়াল ১০০' ইত্যাদির মতো দুর্দান্ত কিছু কাজ উপহার দিয়েছেন তিনি আমাদের।