মুম্বই: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর হটসিটে এই শুক্রবার বসতে চলেছেন অলিম্পিক্সে সোনার পদকজয়ী নীরজ চোপড়া। 'শানদার শুক্রবার'-এর বিশেষ এপিসোডে যে তিনি আসবেন সেই খবর আগেই ঘোষিত হয়েছিল। কেন তিনি জ্যাভলিন থ্রোয়িং, এই খেলাটিকেই বেছে নিলেন, সেই কথাও জানাবেন বিগ বি-কে। প্রকাশিত হয়েছে তেমনই একটি ভিডিও ফুটেজ, যেখানে তাঁকে অমিতাভ বচ্চন প্রশ্ন করছেন যে কেন 'জ্যাভলিন থ্রোয়িং' বেছে নিলেন তিনি?


প্রশ্ন শুনে নীরজের উত্তর, 'সত্যি বলতে ১৩-১৪ বছর বয়সে আমার ওজন অনেকটা বেশি ছিল। আমার কাকা জোর করেছিলেন যাতে আমি স্পোর্টসে নজর দিই। তিনি আমাকে খেলাধূলা আর পড়াশোনার মধ্যে একটা বেছেও নিতে বলেন, এবং তিনি গর্ববোধ করবেন ভেবে আমি বলি যে পড়াশোনাই আমার চয়েস।'


'এই কথা শুনে কাকা বলেন যে উনি জানেন আমি কত পড়াশোনা করি এবং আমাকে খেলাধূলাতেই মন দিতে বলেন। যখন তিনি আমাকে স্টেডিয়ামে পাঠান, আমি তখনও নিশ্চিত ছিলাম না যে আমি স্পোর্টসেই নাম লেখাবো কি না।'


'আমি সেখানে আসলে গিয়েছিলাম ওজন কমাতে। আমাদের গ্রাম থেকে স্টেডিয়ামের দূরত্ব ছিল ১৫-১৬ কিমি আর আমি বাসে যাতায়াত করতাম। স্টেডিয়ামের মোটামুটি ২ কিমি আগে বাস নামিয়ে দিত আর বাকি রাস্তাটা হেঁটে যেতে হত। এক-দু মাস পর আমার শরীরে ফিটনেস ফিরতে থাকে।'


'স্টেডিয়ামে অনেক রকমের খেলা ছিল কিন্তু আমি আমার সিনিয়রদের দেখতাম জ্যাভলিন থ্রো করতে এবং ওগুলো অতদূরে গিয়ে মাটিতে আটকে যাচ্ছে সেটা দেখতে খুব ভাল লাগত, আর তখন আমার মনে হয় যে আমিও এটাই করতে চাই। আমি চেষ্টা করতে থাকি আব বেশ মজাও পেতাম,' এক নাগাড়ে এই সমস্ত গল্প বলতে থাকেন নীরজ চোপড়া, যিনি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স র‍্যাঙ্কিং ২০২১-এ দ্বিতীয় স্থানাধিকারী। 


নীরজ বলতে থাকেন, 'আমার সিনিয়র জয়, ওর মনে হয়েছিল যে আমার ছোড়াটা ভাল এবং ওই আমাকে ওর দলে যোগ দিতে বলে। এবং এরপর আমি জানি না ঠিক কী হল বা এই খেলাটায় কী এমন ভাল লাগল, তবে আমার মনে হয়েছিল যে এই খেলাটাই আমি খেলতে চাই।'


'খেলা শুরুর সময় কখনও ভাবিনি যে আমি অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করব। আমি শুধু আমার সমস্ত শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়েছি এবং আমি ভাগ্যবান যে আমি আমার পরিবার এবং সিনিয়রদের কাছ থেকে সমর্থন পেয়েছি, সঠিক পথে চলার নির্দেশ পেয়েছি এবং আজ আমি আমার দেশের জন্য সোনা জিতেছি।'


তিনি ছাড়াও শুক্রবার, ১৭ সেপ্টেম্বরের এই এপিসোডে থাকবেন দীর্ঘদিন বাদে টোকিও অলিম্পিক্স থেকে পুরুষদের হকিতে ব্রোঞ্জ পদক পাওয়া হকি দলের সদস্য পিআর শ্রীজেশ।


আরও পড়ুন: Amitabh in KBC 13: 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর মঞ্চে 'ডেলিভারি বয়' বিগ বি, খাবার পৌঁছে দিলেন প্রতিযোগীকে


আরও পড়ুন: Sania Mirza: 'তুম তো ঠহর পরদেশী'-র সুরে নাচ সানিয়া মির্জার, ভিডিও ভাইরাল